জিম্বাবুয়ের ফুটবলে স্বস্তির সংবাদ
বিশ্বকাপ বাছাই শুরুর আগেই ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে স্বস্তির সংবাদ পেলো জিম্বাবুয়ের ফুটবল দল। প্রায় দেড় বছর পর তাদের উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নিয়েছে ফিফা। এই সিদ্ধান্তের পর ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইয়ের জন্য অংশ নিতে পারবে দেশটি।
গত বছরের ফেব্রুয়ারি মাসে জিম্বাবুয়ের ফুটবলের উপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা। অভিযোগ ছিলো, দেশটির ফুটবল ফেডারেশনের উপর সরাসরি হস্তক্ষেপ করেছে দেশটির সরকার। আর এই নিষেধাজ্ঞার কারণে লম্বা সময় মাঠে নামা হয়নি ফুটবলারদের। তবে, বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের ড্রয়ের ঠিক আগে শর্তসাপেক্ষে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা।
বিজ্ঞাপন
জিম্বাবুয়ের নিষেধাজ্ঞা তুলে নেয়ার পাশাপাশি একটি বিবৃতি দিয়েছে ফিফা। তাতে জানানো হয়, জিম্বাবুয়ের অ্যাসোসিয়েশনের পরবর্তী নির্বাচন পর্যন্ত কাজ চালিয়ে নেয়ার জন্য একটি ‘নিয়মমাফিককরণ কমিটি’ নিয়োগ দেয়া হয়েছে।
ফিফার দাপ্তরিক নিয়ম অনুযায়ী, সদস্য দেশগুলোর ফেডারেশনে কোনো রকম সরকারি হস্তক্ষেপ পুরোপুরি নিষিদ্ধ। তবে, সরকার থেকে প্রাপ্ত অর্থ যথাযথ ব্যবহার না করায় ২০২১ সালের নভেম্বরে জিম্বাবুয়ের অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটিকে বিলুপ্ত করে দিয়েছিল ‘স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন কমিশন।’ এটি জিম্বাবুয়ের সরকার নিয়ন্ত্রিত একটি সংস্থা।
বিজ্ঞাপন
ফিফার দেয়া নিষেধাজ্ঞার কারণে ২০২৩ সালের আফ্রিকান কাপ অব নেশন্সের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করতে পারেনি জিম্বাবুয়ে। তবে এই নিষেধাজ্ঞা তুলে নেয়ায়, এখন থেকেই ফুটবল এখন স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারবে। যার ফলে ২০২৬ সালের বিশ্বকাপ বাছাই পর্বেও দেখা যাবে দেশটিকে।
জেএ