বাংলাদেশে বিপক্ষে সাফের ফাইনালে নেপাল তাদের সেরা অস্ত্র সাবিত্রা ভাণ্ডারিকে পায়নি।  এবার তিনি ঢাকা সফরে এসেছেন। নেপালের ফুটবলের অন্যতম কান্ডারী এই ভান্ডারি। 

দলের সেরা অস্ত্র পাওয়ায় এবার বাংলাদেশকে হারানোর চ্যালেঞ্জ নেপালের। কোচ অনন্ত থাপা বলেন,  ‘সাফের ফাইনালে মূল স্ট্রাইকার সাবিত্রা ভাণ্ডারিকে ডেঙ্গুর কারণে পাইনি। এবার সে ফিরেছে। প্রীতি রায়ের চোট ছিল, সেও ফিরেছে। এখন আমাদের দলের মান তখনকার চেয়ে এখন অনেক ভালো। তাছাড়া দলের স্পিরিটও বেশ উন্নত। আমরা অবশ্যই জয়ের চেষ্টা করবো এবং যে পরিকল্পনা, সেটা মাঠে প্রয়োগের চেষ্টা করবো।’

আরও পড়ুন: সেই নেপালেই নতুন অধ্যায় বাংলাদেশের

সাফের পর নেপাল চারটি আন্তর্জাতিক ম্যাচ খেললেও বাংলাদেশের মেয়েরা অনুশীলন করেই সময় কাটিয়েছে। ম্যাচের মধ্যে থাকায় নিজেদের জন্য সেটা ইতিবাচক হিসেবে দেখছেন থাপা, ‘এটা আমাদের জন্য একটু প্লাস পয়েন্ট। সাফের পর ভারতের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলেছি। নিজেদের মান উন্নত করার জন্য দারুণ ম্যাচ ছিল সেগুলো। পরে ভিয়েতনামের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছি, সেটাও আমাদের শেখার জন্য দারুণ প্ল্যাটফর্ম ছিল।’

নেপালের র‍্যাঙ্কিং ১০১ আর বাংলাদেশের ১৪০।  এগিয়ে থেকেও নেপাল কোচ সমীহ করছেন স্বাগতিকদের, ‘অবশ্যই বাংলাদেশ খুবই ভালো দল এবং গত কয়েক বছরে তারা মেয়েদের ফুটবলে ভীষণ ভালো করেছে। বলা যায়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। তবে আমরাও যে ভালো দল, সেটা দেখানোর মিশন এই প্রীতিম্যাচ।’

এজেড/জেএ