ছবি: সংগৃহীত

আজকের তিনটি ম্যাচ দিয়ে শেষ হয়েছে এবারের লিগের নির্ধারিত ২২ তম রাউন্ড। সেই সঙ্গে সমাপ্তি ঘটেছে ২০২২-২৩ ফুটবল মৌসুমেরও। লিগে চ্যাম্পিয়ন, রানার্স আপ, অবনমন সবই নিষ্পত্তি হয়েছে আগেই। শেষ রাউন্ডের আকর্ষণ ছিল টেবিলের তৃতীয় স্থান নিয়ে।

শনিবার মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে.মতিউর রহমান স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ৩-২ গোলে হারিয়ে ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকেই লিগ শেষ করলো পুলিশ। একই দিনে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আরেক ঐতিহ্যবাহী ক্লাব রহমতগঞ্জের বিপক্ষে ৩-১ গোলে জিতে ৩২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে মৌসুম শেষ করলো সাদা-কালোরা। 

চট্টগ্রাম আবাহনীর হোম ভেন্যু মুন্সিগঞ্জে শুরুটাই দুর্দান্ত হয়েছে পুলিশ ফুটবল ক্লাবের। ম্যাচ শুরুর ৯ মিনিটের মাথাতেই লিড নেয় পুলিশ। পালসিওয়সের যোগান দেয়া বলে লক্ষ্যভেদ করেন স্থানীয় মিডফিল্ডার মোহাম্মদ আবদুল্লাহ (১-০)। ১৯ মিনিটে সেই একই জুটিতে সাফল্য আসে। তবে এবারের পেছনের নায়ক হয়ে যান আবদুল্লাহ। গোল করেন কলোম্বিয়ান মিডফিল্ডার পালাসিওয়স (২-০)। ২৮ মিনিটে মিডফিল্ডার মোহাম্মদ রবিউল হাসানের গোলে ৩-০ তে এগিয়ে যায় পুলিশ। 

নিজেদের হোম ভেন্যু কুমিল্লাতে রহমতগঞ্জের বিপক্ষে ম্যাচের ২৪ মিনিটে লিড নেয় মোহামেডান। মালীর ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতের পাসে গোল করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ইমানুয়েল (১-০)। প্রথমার্ধে গোল শোধ করতে ব্যর্থ হয় জায়ান্ট কিলার খ্যাত রহমতগঞ্জ। উল্টো দ্বিতীয়ার্ধের শুরুতেই হজম করে আরও একটি গোল। এবার জাফর ইকবালের যোগান দেয়া বলে লক্ষ্যভেদ করেন ফরোয়ার্ড আরিফ হোসেন (২-০)। ৫৪ মিনিটে সুলেমান দিয়াবাতের গোলে ব্যবধান দাড়ায় ৩-০তে। ইনজুরি টাইমে (৯০+২ মিনিটে) মোহাম্মদ ইমনের দেয়া একমাত্র গোলটি রহমতগঞ্জের সান্তনার গোল হয়েই থেকেছে। শেষ পর্যন্ত মোহামেডান জিতেছে ৩-১ গোলের ব্যবধানে। 

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে নিজেদের শেষ হোম ম্যাচে মুক্তিযোদ্ধার বিপক্ষে ম্যাচ শুরুর মাত্র ৪ মিনিটের মাথাতেই এগিয়ে গিয়েছিল শেখ রাসেল। মোহাম্মদ ইব্রাহিমের যোগান দেয়া বলে গোল করেন রাসেলের নাইজেরিয়ান ফরোয়ার্ড ক্যানেথ ইকেছুকু (১-০)। ৯ মিনিটে ইব্রাহিম নিজেই গোল করে ব্যবধানটা আরও বাড়িয়ে নেন (২-০)। তবে ৩০ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড ইমানুয়েল ওযুখুয়ের গোলে ব্যবধান কিছুটা কমায় মুক্তিযোদ্ধা (২-১)। ৩৮ মিনিটে বুরুন্দির ফরোয়ার্ড সুলেমানি লন্ড্রির গোলে ম্যাচে সমতা আনে অলরেডরা (২-২)। ৭৮ মিনিটে মিডফিল্ডার দ্বীপক রায়ের গোলে আবারও এগিয়ে যায় শেখ রাসেল (৩-২)। আর এই গোলেই জয় নিশ্চিতও হয় তাদের।

এজেড/এইচজেএস