ফাইল ছবি

কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যেতে চান। এটা এখন ওপেন সিক্রেট। গত মৌসুমের শুরুতে মাদ্রিদের বিমানে এক পা দিয়েও দিয়েছিলেন তিনি। ওই এমবাপ্পেকে কেনার আগ্রহ প্রকাশ করেছে বার্সেলোনা। এমন গুঞ্জন বেরিয়েছে। 

সংবাদ মাধ্যম এল ইকুইপে দাবি করেছিল, এমবাপ্পেকে কেনার কোন পথ খোলা আছে কিনা তা নিয়ে   পিএসজির সঙ্গে আলোচনার টেবিলে বসেছিল বার্সা কর্তৃপক্ষ। 

সেখানে রাফিনহা, ডেম্বেলে বা ফ্রেঙ্কি ডি জংদের দিয়ে এমবাপ্পেকে নেওয়ার সুযোগ আছে কিনা এমন আলাপ হয়েছে। তবে বার্সেলোনার পক্ষ থেকে ওই দাবি নাকচ করে দেওয়া হয়েছে।  

সংবাদ মাধ্যম মার্কা নিশ্চিত করেই বলেছে, এমবাপ্পের বার্সায় আসার বিষয়ে কোন গুঞ্জনই নেই। এমবাপ্পের জন্য বার্সা কোন পদক্ষেপই নিচ্ছে না। 

এমবাপ্পেকে দলে নেওয়া বিশাল অঙ্কের অর্থের বিষয়। অন্তত ১৫০ মিলিয়ন ইউরোর কমে পাওয়া যাবে না তাকে। পিএসজি থেকে মৌসুমে ৭৩ মিলিয়ন ইউরো বেতন নেন তিনি। দলে টানলে মোটা অঙ্কের বেতনও দিতে হবে। 

বার্সেলোনার আর্থিক অবস্থা ওই পর্যায়ে নেই। আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে কাতালানরা। আসন্ন মৌসুমের জন্য ইলকে গুন্ডোগান, ইনিগো মার্টিনেজ ও ওরিওল রোমেউকে কিনেছে ক্লাবটি। কিন্তু কাউকেই এখনও নিবন্ধন করাতে পারেনি।

এইচজেএস