ছবি: সংগৃহীত

ভারতের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট ডুরান্ড কাপে বাংলাদেশ সেনাবাহিনী আরেকটি পয়েন্ট অর্জন করেছে। আজ গ্রুপের শেষ ম্যাচে পাঞ্জাব এফসির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তারা। 

ডুরান্ড কাপে মোহনবাগানের বিপক্ষে বড় হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে সেনাবাহিনী। তবে পরের ম্যাচেই কলকাতার আরেক ঐতিহ্যবাহী দল ইস্ট বেঙ্গলের সঙ্গে ২-২ গোলে ড্র করে৷ সেই ম্যাচে সেনাবাহিনী ২ গোলে পিছিয়ে ছিল। শেষ দশ মিনিটে দুই গোল পরিশোধ করে পয়েন্ট আদায় করে। আজ তৃতীয় ম্যাচেও পয়েন্টের ধারাবাহিকতা বজায় রেখেছে৷ 

ভারতের ঐতিহ্যবাহী টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে সেনাবাহিনী। সার্ভিসেস সংস্থা হয়েও বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অনেক অবদান রাখছে তারা। দেশের গন্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে সেনাবাহিনী বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছে। 
 
এজেড/এইচজেএস