ছবি: সংগৃহীত

আলিয়াঞ্জ অ্যারেনায় দর্শকদের তুমুল করতালির মাঝে দ্বিতীয়ার্ধে মাঠে নামলেন হ্যারি কেইন। ততক্ষণে দুই গোলে পিছিয়ে বায়ার্ন মিউনিখ। ইংলিশ তারকা নেমেও পারলেন না দলকে উদ্ধার করতে। খানিক পরই বরং তারা গোল হজম করল আরেকটি। দুর্দান্ত এক জয়ে প্রথমবারের মতো জার্মান সুপার কাপ জয়ের আনন্দে মাতল লাইপজিগ। 

বায়ার্নের মাঠে শনিবার রাতে মৌসুমের প্রথম শিরোপা লড়াইয়ে ৩-০ গোলে জিতেছে লাইপজিগ। হ্যাটট্রিক করে তাদের নায়ক স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমো। 

টটেনহ্যাম হটস্পার ছেড়ে এ দিনই চার বছরের চুক্তিতে বায়ার্নে যোগ দেন কেইন। নতুন ঠিকানায় কয়েক ঘন্টা পরই হয়ে গেল তার অভিষেক। তবে উপলক্ষটা মনে রাখার মতো হলো না। 

তৃতীয় মিনিটেই লাইপজিগক এগিয়ে নেন ওলমো। বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৬৪তম মিনিটে বদলি নামেন কেইন। এর চার মিনিট পরই সফল স্পট-কিকে হ্যাটট্রিক পূরণ করেন ওলমো। তাতে বায়ার্নের ঘুরে দাঁড়ানোর আশাও প্রায় শেষ হয়ে যায়। 

গত বছর লাইপজিগকে হারিয়েই এই প্রতিযোগিতায় রেকর্ড দশম শিরোপা জিতেছিল বায়ার্ন। এবার মধুর প্রতিশোধ নিল লাইপজিগ। আগের মৌসুমের বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন ও জার্মান কাপ জয়ীর মধ্যে নতুন মৌসুমের শুরুতে হয় এক ম্যাচের এই প্রতিযোগিতাটি। 

আগামী শুক্রবার ভার্ডার ব্রেমেনের বিপক্ষে ম্যাচ দিয়ে বুন্ডেসলিগা শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বায়ার্ন।

এইচজেএস