এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে শারজায় অবস্থান করছে বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ১৫ আগস্ট নিজেদের প্রথম ম্যাচে স্থানীয় শারজাহ এফসির বিপক্ষে খেলবে অস্কার ব্রুজোন শিষ্যরা। সেই ম্যাচের আগে কিংস শিবিরের মূল ভাবনা সংযুক্ত আরব আমিরাতের গরম। 

শারজাহ থেকে বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন বলেন, 'এখানে অনেক গরম। আমাদের কাছে গরমই এখন বড় চ্যালেঞ্জ। ' গরমকে মানিয়ে নেয়ার জন্য অনুশীলন সূচি সেভাবে সাজিয়েছেন অস্কার,' ম্যাচের সময়সূচির সঙ্গে মিল রেখে আজ ও আগামীকাল অনুশীলন সূচি রেখেছি। দেখা যাক কতদূর মানিয়ে নেয়া যায়।'

আরও পড়ুন: ঐতিহাসিক মিশনে দেশের বাইরে কিংস

শারজায় এখন দিনে তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে। সন্ধ্যার পর তা ৪ ডিগ্রির মতো কমে আসে৷ যদিও সেটা কিংসের ফুটবলারদের জন্য অসহ্য। খেলোয়াড়দের চিন্তায় তাই প্রতিপক্ষের আগে গরম জায়গা করে নিয়েছে। 

বাংলাদেশের প্রথম ফুটবল ক্লাব হিসেবে বসুন্ধরা কিংস এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। ১৫ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের শারজায় এফসির বিপক্ষে খেলবে বসুন্ধরা। এর পরের দিন আবাহনী এএফসি কাপের ম্যাচ খেলবে সিলেটে। আগামীকাল আবাহনী ঢাকা থেকে সিলেট যাবে। 

এজেড/জেএ