এএফসি কাপের ম্যাচ উপলক্ষ্যে আজ দুপুরে সিলেটে সংবাদ সম্মেলন হয়েছে।

বাংলাদেশের দুই শীর্ষ ফুটবল ক্লাব আন্তর্জাতিক ফুটবলে ব্যস্ত সময় কাটাচ্ছে। আজ রাতে সংযুক্ত আরব আমিরাতে শারজাহ এফসি’র বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। অন্যদিকে আগামীকাল বিকেলে ঢাকা আবাহনী খেলবে মালদ্বীপের ক্লাব ঈগলসের বিপক্ষে। 

এএফসি কাপের ম্যাচ উপলক্ষ্যে আজ দুপুরে সিলেটে সংবাদ সম্মেলন হয়েছে। সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে এসেছে আবহাওয়ার বিষয়টি। আবহাওয়ার পূর্বাভাসে আগামীকাল বিকেলে সিলেটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি নিয়ে অবশ্য চিন্তিত নন আবাহনীর পর্তুগিজ কোচ ম্যারিও ল্যামোস, ‘আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলতে চাই। আবহাওয়ার ওপর কারো নিয়ন্ত্রণ নেই।’

এশিয়ান ক্লাব ফুটবলে বিদেশি রেজিস্ট্রেশন অসংখ্য আর একাদশে খেলতে পারবে ৬ জন। আবাহনীর ক্যাম্পে বিদেশি ফুটবলার ১১ জন। আগামীকালের ম্যাচে ৬ জন নিয়েই মাঠে নামবে বলে জানালেন কোচ, ‘আমরা কাল একাদশে ছয় জন নিয়েই খেলব। বিদেশিরা কয়েক দিন ধরে অনুশীলন করছে একসঙ্গে ফলে সমন্বয়ে সমস্যা নেই।’

আরও পড়ুন: ইস্ট বেঙ্গল-মোহনবাগানে দিবস আছে, আবাহনী-মোহামেডানে নেই

ক্লাব ঈগলসে মালদ্বীপ জাতীয় ফুটবল দলের একাধিক ফুটবলার রয়েছে। বিদেশি সংখ্যায় আবাহনীর চেয়ে পেছনে তারা। মাত্র পাঁচ জন নিয়ে এসেছে মালদ্বীপের ক্লাবটি। তাই নিয়েই লড়ার পণ ঈগলসের কোচ শিয়াজ মোহাম্মদের,‘আমরা পাঁচজন নিয়েই ম্যাচ জয়ের জন্য খেলব।’

ম্যাচের চার দিন আগে আসায় পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে শিয়াজের শিষ্যরা, ‘আমরা একটু আগে এসেছি পরিবেশ, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে। টার্ফে অনুশীলন করেছি কয়েক দিন খেলা ঘাসের মাঠে এতে আশা করি সমস্যা হবে না।’

এক লেগের ম্যাচ হওয়ায় কাল নির্ধারিত সময়ে খেলা ড্র থাকলে অতিরিক্ত সময়ে গড়াবে। সেখানেও ড্র থাকলে টাইব্রেকারে নিষ্পত্তি হবে। এই ম্যাচের জয়ী দল ২২ আগস্ট পরবর্তী প্লে অফ খেলবে।

আরও পড়ুন: আবাহনী-মোহামেডানের এত ট্রফি গেল কই?

বাংলাদেশের অন্যতম পেশাদার ক্লাব হিসেবে স্বীকৃত ঢাকা আবাহনী। এএফসি’র আসরগুলোতে ক্লাবটির অপেশাদাত্বিও প্রকাশ পায়। ক্লাবটির নিজস্ব এক্সিকিউটিভের সংকট থাকায় বাফুফের স্টাফদের ব্যবহার করছে ক্লাবটি। অন্যদিকে ঘরোয়া ফুটবলে নতুন ক্লাব হয়েও বসুন্ধরা কিংস এক্ষেত্রে অনেকটাই এগিয়ে আছে।

এজেড/এফআই