দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল ঘোষণা করেছে। ২৫ সদস্যের সেই দলে জায়গা হয়নি অভিজ্ঞ ফরোয়ার্ড লুইস সুয়ারেজ ও এডিনসন কাভানির। অবশ্য মার্সেলো বিয়েলসা উরুগুয়ের কোচ হয়ে আসার পর থেকেই তাদের বাদ পড়ার গুঞ্জন উঠেছিল। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়েছে, প্রজন্মের দুই সেরা অ্যাটাকিং তারকাকে ছাড়াই আগামী দুই ম্যাচ খেলবে উরুগুয়ে।

দল থেকে বাদ পড়ার পর সুয়ারেজ হতাশার কথা জানিয়েছেন। ইএসপিএন ব্রাজিলের অনুষ্ঠান ‘বোলা দা ভেজ’-এ জানান, ‘কোচ (বিয়েলসা) বা ফেডারেশনের পক্ষ থেকে তার সঙ্গে কোন যোগাযোগ করা হয়নি। ব্রাজিলে আসার পর ভাবতে পারেন, আমাকে এখনও হয়তো যোগ্যতার পরীক্ষা দিতে হবে। আমি শান্তই আছি। কারণ এখনও অনেক কিছু দিতে পারি, সেটা বোঝানোর মতো পারফরম্যান্সই করেছি।’

বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওর হয়ে খেলেন ৩৬ বছর বয়সী সুয়ারেজ। কাভানিও চলতি মৌসুমে ভিয়ারিয়াল ছেড়ে যোগ দিয়েছেন আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সে। ১৩৭ ম্যাচে ৬৮ গোল নিয়ে সুয়ারেজ উরুগুয়ের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ৫৮ গোল নিয়ে এরপরই আছেন এক ম্যাচ কম খেলা কাভানি। দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায়ও সেরা তিনে আছেন তারা দুজন।

আরও পড়ুন >> মেসির সাথেই অবসরের পরিকল্পনা সুয়ারেজের

আর্জেন্টাইন বিয়েলসা এমন অভিজ্ঞ দুই খেলোয়াড়কে দলেই বিবেচনা করেননি। কাতার বিশ্বকাপে গ্রুপপর্বে বাদ পড়া দলটাকে আগেই ঢেলে সাজানোর কথা জানিয়েছিলেন এই কোচ। সুয়ারেজ-কাভানি বাদ পড়লেও এই পাগলাটে কোচ দলে জায়গা দিয়েছেন ৩০ বছর বয়সী গোলরক্ষক সার্জিও রোচেতকে। তিনিই এই দুই ম্যাচের দলে সবচেয়ে বয়সী খেলোয়াড়।

২০১০ সালে প্রথম বিশ্বকাপ খেলা সুয়ারেজ-কাভানি টানা চারটি বিশ্বকাপ খেলেছেন। এই মৌসুমেও সুয়ারেজের ফর্ম খুব একটা খারাপ না। গ্রেমিওর হয়ে এরই মধ্যে ১৫ গোল করেছেন। অন্যদিকে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার পর ৫ ম্যাচে ১ গোল করেছেন কাভানি। তাদের অবর্তমানে বাছাইপর্বে উরুগুয়ের আক্রমণভাগের নেতৃত্ব দেবেন লিভারপুল ফরোয়ার্ড ডারউইন নুনেজ। বাছাইপর্বে উরুগুয়ের প্রথম ম্যাচ আগামী ৯ সেপ্টেম্বর, প্রতিপক্ষ চিলি।

চিলি ও ইকুয়েডরের বিপক্ষে উরুগুয়ের স্কোয়াড :

গোলরক্ষক : সার্জিও রোচেত (ইন্টারনাসিওনাল), ফ্রাঙ্কো ইসরায়েল (স্পোর্টিং লিসবন) ও সান্তিয়াগো মেলে (জুনিয়র বারাঙ্কুইলা);

ডিফেন্ডার : সান্তিয়াগো বুয়েনো (জিরোনা), ব্রুনো মেন্দেজ (কোরিন্থিয়ান্স), সেবাস্তিয়ান কাসারেস (আমেরিকা দো মেক্সিকো), পুমা রদ্রিগেজ (ভাস্কো দা গামা), মাথিয়াস অলিভিয়েরা (নাপোলি), হোয়াকুইন পিকুইয়ারেজ (পালমেইরাস), মাতিয়াস ভিনা (সাসাওলো) ও লুকাস ওলাজা (ক্রাসনোদার);

মিডফিল্ডার : ফেদেরিকো ভালভার্দে (রিয়াল মাদ্রিদ), নাহিতান নান্দেজ (ক্যাগলিয়ারি), ফেলিপে কারবালো (গ্র্যামিও), এমিলিয়ানো মার্টিনেজ (মিডজিলান্ড), মানুয়েল উগার্তে (পিএসজি) ও নিকোলাস দে লা ক্রুজ (রিভার প্লেট);

ফরোয়ার্ড : অগাস্টিন কানোব্বিও (আতলেটিকো পারানায়েন্স), ম্যাক্সিমিলিয়ানো আরাউহো (তলুকা), ফাকুন্দো তোরেস (অরল্যান্ডো সিটি), ব্রিয়ান রদ্রিগেজ (আমেরিকা দো মেক্সিকো), ফাকুন্দো পেলিস্ত্রি (ম্যানচেস্টার ইউনাইটেড), ক্রিস্টিয়ান অলিভিয়েরা (লস অ্যাঞ্জেলস এফসি), ম্যাক্সি গোমেজ (ক্যাডিজ) ও ডারউইন নুনেজ (লিভারপুল)।

এএইচএস