হ্যাভিয়েরের কাছে সুযোগের মঞ্চ এশিয়াড
ছবি: সংগৃহীত
এশিয়ান গেমসে পুরুষ ফুটবল দলের আনুষ্ঠানিক অনুশীলন শুরু হয়েছে আজ থেকে। সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় শিষ্যদের নিয়ে অনুশীলন শুরু করেন জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
অনুশীলন মাঠে হ্যাভিয়ের ক্যাবরেরা সাংবাদিকদের এশিয়ান গেমসকে ফুটবলারদের সুযোগের মঞ্চ হিসেবে আখ্যায়িত করে বলেন, 'এই টুর্নামেন্টে অনেক ফুটবলার নিজেকে প্রমাণ করার সুযোগ পাবে। কিংসের এএফসি কাপ থাকায় অনেকে নেই, জামাল ভূইয়াও খেলবে না। ফলে অনেকই ম্যাচ খেলার সুযোগ পাবে। যা সিনিয়র দলে নিজেকে প্রমাণের দারুণ ক্ষেত্র।'
বিজ্ঞাপন
সুযোগের নতুন ক্ষেত্র হলেও এশিয়াডে সেরাটা দেয়ার মন্ত্র ঠিকই দিয়েছেন খেলোয়াড়দের, 'আমরা নিজেদের সেরাটা দিতেই চীন যাব। সবাই সেরাটা দিয়ে ভালো ফলের চেষ্টাই করবে।’ ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে ফুটবল দল প্রথমবারের মতো নকআউপ পর্বে উঠেছিল।
এশিয়ান গেমসের পুরুষ ফুটবল মূলত অনুর্ধ্ব-২৩ দল। বয়স ভিত্তিক ২৩ দলের সঙ্গে তিন জন সিনিয়র ফুটবলার যুক্ত হন। হ্যাভিয়ের ক্যাবরেরা আজ আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করলেও পুরো দল পাননি। এশিয়ান গেমসের কয়েকজন ফুটবলার আবার রয়েছেন থাইল্যান্ডে এএফসি অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ[ বাছাইয়ে। আগামীকাল ফিলিপাইনের বিপক্ষে খেলে দেশে আসবেন তারা। ১৬ সেপ্টেম্বর চীনের হাংজুর উদ্দেশ্যে রওনা হবে পুরুষ ফুটবল দল।
বিজ্ঞাপন
এজেড/এইচজেএস