ব্যস্ত সময় পার করছে বাংলাদেশের ফুটবল। সিনিয়র-জুনিয়র, নারী-পুরুষ একের পর এক টুর্নামেন্ট। গত সপ্তাহেই সাফ অনুর্ধ্ব-১৬ টুর্নামেন্ট খেলে ভুটান থেকে দেশে ফিরেছে বাংলাদেশ দল। এই দল ফিরতে না ফিরতেই ১৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হচ্ছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।

২১-৩০ সেপ্টেম্বর কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে সাফ অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্ট উপলক্ষ্যে আজ বাফুফে ভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দলের অধিনায়ক মইনুল ইসলাম মইন শিরোপা জয় আর কোচ রাশেদ আহমেদ পাপ্পু ফাইনালে খেলার আশাবাদ ব্যক্ত করেছেন। 

বাংলাদেশ খেলবে বি গ্রুপে ভারত ও ভুটানের বিপক্ষে। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ২১ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। সপ্তাহ খানেক আগেই ভুটানে সাফ অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে গ্রুপে ও ফাইনালে হেরেছিল বাংলাদেশ। অনুর্ধ্ব-১৬’র প্রতিশোধ ১৯ এ নেয়ার প্রত্যাশা করছেন দলের হেড কোচ রাশেদ আহমেদ পাপ্পু।

ভারতের ম্যাচটি গুরুত্বপূর্ণ আখ্যায়িত করে পাপ্পু বলে্টু, 'টুর্নামেন্টের প্রথম ম্যাচটি সব সময় অর্থবহ। এই ম্যাচের ওপর আমাদের সেমিফাইনালে উঠা এবং সেমিফাইনালের প্রতিপক্ষ অনেকটাই নির্ভর করবে।'

সাফ অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের স্বপ্ন থাকলেও পূরণ হয়নি বাংলাদেশের। তবে এই টুর্নামেন্টে নেপাল থেকে শিরোপা নিয়ে দেশে ফিরতে চান বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মইনুল ইসলাম মইন, 'আমরা একসঙ্গে অনেক দিন অনুশীলন করছি। টুর্নামেন্টে ফাইনাল খেলতে চাই আমরা। ফাইনালে অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলব এবং দেশে ট্রফি নিয়ে আসতে চাই।’ অনুর্ধ্ব-১৯ দলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২ জন ও বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লিগে ৮ জন রয়েছে।

বাংলাদেশের ম্যাচের প্রতিপক্ষ ও সূচি-

২১ সেপ্টেম্বর-ভারত (পৌনে দুইটায়)

২৩ সেপ্টেম্বর-ভূটান (পৌনে ছয়টায়)

২৭ সেপ্টেম্বর-সেমিফাইনাল

৩০ সেপ্টেম্বর-ফাইনাল

(ম্যাচের সময় বাংলাদেশ সময়ানুযায়ী। টুর্নামেন্টের সকল ম্যাচ দশরথ স্টেডিয়ামে)

এজেড/এইচজেএস