অপ্রত্যাশিত হারে প্লে-অফ নিয়ে ঝুঁকিতে জামালরা
আর্জেন্টিনার ক্লাবে জামাল ভূঁইয়ার শুরুটা ছিল অসাধারণ। সোল দে মায়োতে নিজের প্রথম দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছিল তার ক্লাব। জামাল নিজেও ছিলেন স্কোরশিটে। এমন অবস্থায় প্লে-অফে যাওয়ার স্বপ্নটাও জিইয়ে রেখেছিল সোল দে মায়ো। কিন্তু অপ্রত্যাশিত এক হারে এবার জামালদের প্লে-অফ খেলার সম্ভাবনা যেন খানিক ধাক্কা খেল।
আর্জেন্টিনার ফেডারেল ‘এ’ জোন ‘এ’ এর লিগ ম্যাচে সোল দে মায়োর প্রতিপক্ষ ছিল বাহিয়া ব্লাঙ্কা। পয়েন্ট টেবিলে বাহিয়া ব্লাঙ্কা আছে সবার নিচে। রেলিগেশন অনেকটাই নিশ্চিত তাদের। এমন ক্লাবের বিপক্ষে জয়ই প্রত্যাশিত ছিল জামালদের। কিন্তু, দুর্দান্ত ফুটবলে সোল দে মায়োকে একপ্রকার ধাক্কাই দিয়েছে তারা। ২-০ গোলের হারে তাদের প্লে-অফ স্বপ্ন কিছুটা হলেও ফিকে হয়ে এসেছে।
বিজ্ঞাপন
ম্যাচের প্রথমার্ধে গঞ্জালো এরিয়েল বারেজের পেনাল্টি গোলে ম্যাচে পিছিয়ে পড়ে সোল দে মায়ো। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার প্রবল চেষ্টা করেও সুবিধা করতে পারেনি জামালের দল। উল্টো ম্যাচের ৮৫ মিনিটে মারিয়ানো ম্যাককর্বির গোলে ২-০ গোলের পরাজয় নিশ্চিত হয় তাদের।
এই হারের পর ২৮ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানেই থাকছে সোল দে মায়ো। প্লে-অফের জন্য তাদের যেতে হবে চতুর্থ স্থানে। চারে থাকা সান্তামারিনার পয়েন্ট ৩৮। তবে জয় পেলেও গোল ব্যবধানের জন্য দুশ্চিন্তায় থাকতেই হচ্ছে তাদের। -১০ গোল ব্যবধান নিয়ে অনেকটাই পিছিয়ে আছে সোল দে মায়ো। ৫-এ থাকা সানসিনেনার গোল ব্যবধান -১। আর সান্তামারিনার গোল ব্যবধান ০।
বিজ্ঞাপন
জেএ