ইনজুরি শঙ্কা থেকে ম্যাচসেরা রাহুল
তাকে দলে নেওয়ার জন্য কী প্রচেষ্টাই না ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টের। ইনজুরি আক্রান্ত লোকেশ রাহুলের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করেছিল ভারত। এশিয়া কাপে তাকে ফেরানো হল। ব্যাটে রান পেলেন। রাহুলের উপর আস্থা আরেকটু জোরালো হল টিম ম্যানেজমেন্টের। বিশ্বকাপের প্রথম ম্যাচে সেই আস্থারই যেন প্রতিদান দিলেন এই উইকেটরক্ষক ব্যাটার।
ক্রিজে তিনি এসেছিলেন পাঁচ নাম্বার ব্যাটার হিসেবে। এর আগে রোহিত শর্মা, ঈশান কিষাণ, শ্রেয়াশ আইয়ার তিনজনই ফিরেছেন শূন্য রানে। দলীয় স্কোরের দুই রানের, দুটিই এসেছে অতিরিক্ত থেকে। সেখান থেকেই ভারতকে পথ দেখালেন তিনি। অভিজ্ঞ বিরাট কোহলিকে নিয়ে খেললেন মনে রাখার মত এক ইনিংস।
বিজ্ঞাপন
ম্যাচ শেষে রাহুল হয়ত কিছুটা আক্ষেপই করতে পারেন। অস্ট্রেলিয়া আর কটা রান বেশি করলে সেঞ্চুরিও হয়ে যেতে পারতো তার। ৯৭ রানে থেমেছেন তিনি। তবে এর আগে কোহলির সঙ্গে খেলেছেন ১৬৫ রানের দারুণ এক পার্টনারশিপ। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে যা দ্বিতীয় সর্বোচ্চ।
জেএ
বিজ্ঞাপন