গতকাল মালদ্বীপের মালেতে বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফের অ্যাওয়ে ম্যাচ খেলেছে বাংলাদেশ। ফিরতি পর্বের ম্যাচ ঢাকায় ১৭ অক্টোবর। সেই ম্যাচ খেলতে আজ দুপুরে ঢাকায় আসছে মালদ্বীপ। 

বাংলাদেশ দল গতকাল ম্যাচ খেলে আজ রওনা হবে। জামালরা ঢাকায় পৌছাবেন সন্ধ্যা পৌনে সাতটায়। বাংলাদেশ দলের আগেই ঢাকা পৌঁছাবে মালদ্বীপ দল। দুপুর পৌনে দুইটায় তাদের ঢাকায় আসার কথা রয়েছে।

মালদ্বীপ ফুটবল দলের সঙ্গে আসবেন বাফুফের সাবেক ট্যাকনিক্যাল ডাইরেক্টর পল স্মলি। বাফুফের দায়িত্ব ছাড়ের পর এই প্রথম বাংলাদেশে আসছেন। পল গত চার বছর বাংলাদেশের ফুটবলের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে ছিলেন। তাই মালদ্বীপ ফুটবল এসোসিয়েশন তাদের ট্যাকনিক্যাল ডাইরেক্টরকে নিয়েই দল পাঠাচ্ছে। 

বাংলাদেশ গতকাল অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করেছে। সাধারণত অ্যাওয়ে ম্যাচের গোল গুরুত্বপূর্ণ হলেও বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে সেটা বিবেচ্য হচ্ছে না। ফলে ১৭ অক্টোবর নির্ধারিত সময়ে খেলা ড্র হলে অতিরিক্ত সময়ে গড়াবে। ১৭ অক্টোবরের ম্যাচে জয়ী দলই বিশ্বকাপ বাছাইয়ে খেলবে।

এজেড/এইচজেএস