সাডেন ডেথে থামল ঢাকা পোস্টের জয়রথ
ওয়ালটন-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবলে আজ ছিল প্রি কোয়ার্টার পর্ব। শহীদ ক্যাপ্টেন (অব.) মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে ঢাকা পোস্ট ও ইনকিলাবের ম্যাচটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। সাডেন ডেথে ইনকিলাব ৪-৩ গোলে ঢাকা পোস্টকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠে।
নির্ধারিত সময়ে ম্যাচটি গোলশূন্য ড্র ছিল। ম্যাচজুড়ে ঢাকা পোস্ট দুর্দান্ত কিছু আক্রমণ করে। ঢাকা পোস্টের অধিনায়ক শফিকুল ইসলামের শট ক্রসবারে লেগে ফেরত আসে। মাহফুজুল ইসলাম ও জসীম উদ্দীনও গোল মিস করেন।
বিজ্ঞাপন
নির্ধারিত সময়ে সমতা থাকায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টুর্নামেন্টের নিয়মানুযায়ী দুই দল প্রথমে তিনটি করে শট নেয়। ইনকিলাব ও ঢাকা পোস্ট উভয় দলই তিন শটেই গোল করে। ঢাকা পোস্টের হয়ে টাইব্রেকারে গোল করেন জসীম উদ্দীন, শফিকুল ইসলাম ও সেরাজুল ইসলাম।
টাইব্রেকারেও ৩-৩ সমতা থাকায় ম্যাচটি সাডেন ডেথে গড়ায়। সাডেন ডেথে ইনকিলাবের অধিনায়ক মইনুল হাসান সোহেল গোল করেন। সাডেন ডেথের প্রথম শটে ঢাকা পোস্টের মাহফুজের শট মিস হলে ইনকিলাব জয়লাভ করে। টুর্নামেন্টে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ।
বিজ্ঞাপন
ঢাকা পোস্ট বিটিভি ও ইউএনবি’র সঙ্গে দুই ম্যাচে টাইব্রেকারে জিতেছিল। গত দুই ম্যাচও নির্ধারিত সময় গোলশূন্য ড্র ছিল। গত দুই ম্যাচে তিনটি শট ঠেকিয়ে ঢাকা পোস্টের জয়ের নায়ক ছিলেন সেরাজুল ইসলাম।
ঢাকা পোস্টের হয়ে যারা খেলেছেন: শফিকুল ইসলাম (অধিনায়ক),সেরাজুল ইসলাম সিরাজ, মাহফুজুল ইসলাম, জসীম উদ্দীন মাহির, সাঈদ রিপন, আদিত্য রিমন, নূর মোহাম্মদ, আবু সালেহ সায়াদাত ও আরাফাত জোবায়ের।
এজেড/