কলকাতায় চলছে পূজার মৌসুম। আলোর ঝলকানিতে চারদিক ঝলমল করছে। এই উৎসবের মধ্যে আয়োজন হতে যাচ্ছে আরেক উৎসব ‘মিনি ফুটবল’। আর পূর্ব ঘোষণা মতোই কলকাতায় পৌঁছালেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। সোশ্যাল মিডিয়ায় কলকাতায় আসার বিষয়টি আগেই ঘোষণা করেন রোনাদিনহো নিজেই। পূজার সময় কলকাতায় কী কী করবেন, সেই প্রসঙ্গেও লেখেন তিনি।

রোববার সন্ধ্যায় কলকাতার দমদম বিমানবন্দর হয়ে ওঠে এক টুকরো ব্রাজিল। রোনালদিনহোকে স্বাগত জানাতে ব্রাজিলের পতাকা হাতে উপস্থিত কলকাতার ফুটবলপ্রেমীরা। 

বিমানবন্দরে হাজারো ফুটবলপ্রেমী উপস্থিত ছিলেন ব্রাজিলের বিশ্বজয়ী দলের তারকাকে স্বাগত জানাতে। ছিলেন রাজ্যের ফায়ার সার্ভিস মন্ত্রী সুজিত বসু। তিনি রোনালদিনহোকে স্বাগত জানান বিশ্বকাপের রেপ্লিকা উপহার দিয়ে। কলকাতায় উৎসবের মৌসুম আলো করবেন রোনালদিনহো। এর আগেও কলকাতায় পা পড়েছে বিশ্ব ফুটবলের সেরা তারকাদের। পেলে, ম্যারাডোনা, মেসি… কেউই বাদ নেই। এ বার রোনালদিনহো।

কয়েক মাস আগেই কলকাতায় এসেছিলেন কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত তাকে আনার ক্ষেত্রে প্রধান ভূমিকা নিয়েছিলেন। 

রোনালদিনহোকেও কলকাতায় আনার কারিগর তিনিই। রোববার সন্ধ্যায় পৌঁছনোর পর এক রাত থাকবেন বিশ্রাম। সোমবার সারাদিন খুবই ব্যস্ত সূচি রয়েছে রোনাদিনহোর। রাজারহাটে তার নামাঙ্কিত ফুটবল অ্যাকাডেমিতে যাবেন, শ্রীভূমি, আহিরিটোলা যুবকবৃন্দর পূজায় উপস্থিত থাকবেন। দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে জার্সি উপহার নিয়ে যাওয়ার কথা রোনালদিনহোর। এছাড়া নানা অনুষ্ঠান রয়েছে আগামী তিনদিন। এরপর তিনি বাংলাদেশে আসার কথা রয়েছে।

এসএম