বাঁচা-মরার লড়াইয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন
বিশ্বকাপ প্রাক-বাছাইপর্বের ম্যাচে আজ (মঙ্গলবার) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও মালদ্বীপ। এটি প্লে-অফের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ। প্রথম লেগের অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ মালদ্বীপের সঙ্গে সমতা নিয়ে মাঠ ছেড়েছিল। সেই ম্যাচের একাদশে আজ তারা একটি পরিবর্তন এনেছে।
প্রথম লেগের ম্যাচে বাংলাদেশ ১-১ গোলে ড্র করেছিল। সাদ উদ্দিনের গোলে সেদিন এক পয়েন্ট পেয়েছিল বাংলাদেশ। ম্যাচটিতে সাদ উদ্দিন মালেতে বদলি হিসেবে নেমেছিলেন। আজ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা তাকে শুরুর একাদশে রেখেছেন। তাকে জায়গা দিতে গিয়ে একাদশের বাইরে রয়েছেন ইসা ফয়সাল।
বিজ্ঞাপন
বাংলাদেশ ফুটবল দলের একাদশে নিয়মিত ফুটবলার গোলরক্ষক জিকো, ডিফেন্ডার তপু ও ফরোয়ার্ড শেখ মোরসালিন মদ-কাণ্ডে এবার জাতীয় দলে ডাক পাননি। তাদের জায়গায় কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা অন্যদের সুযোগ দিয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
উঠতি গোলরক্ষক মিতুল মারমা ও ডিফেন্ডার শাকিলের গত ম্যাচে অভিষেক হয়েছিল। ডিফেন্সে তপুর পরিবর্তে ক্যাবরেরা আস্থা রেখেছেন শাকিলের ওপর। মোরসালিনের জায়গায় খেলবেন ফয়সাল আহমেদ ফাহিম। মধ্যমাঠে দুই ডিফেন্সিভ মিডফিল্ডার জামাল ভূঁইয়া ও মো. হৃদয়। সঙ্গে রয়েছেন দুই সোহেল রানা। আক্রমণভাবের মূল নেতৃত্বে ফরোয়ার্ড রাকিব হোসেন।
বাংলাদেশ একাদশ : মিতুল মারমা (গোলরক্ষক), শাকিল, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, সাদ উদ্দিন, জামাল ভূঁইয়া, মো. হৃদয়, সোহেল রানা, রাকিব হোসেন, সোহেল রানা ও ফয়সাল আহমেদ ফাহিম।
এজেড/এএইচএস