বেটিংয়ের নিয়ম ভাঙায় নিকোলো ফাগিওলির পর এবার শাস্তি পেলেন সান্দ্রো টোনালি। নিউক্যাসল ইউনাইটেড ও ইতালির এই মিডফিল্ডার ফুটবল থেকে নিষিদ্ধ হলেন ১০ মাসের জন্য। 

ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) বৃহস্পতিবার ২৩ বছর বয়সী এই ফুটবলারের শাস্তি কথা জানায়। আগামী অগাস্ট পর্যন্ত খেলতে পারবেন না তিনি। ইতালি ২০২৪ ইউরোর মূল পর্বে উঠলে সেখানেও খেলা হবে না তার।

গত জুলাইয়ে এসি মিলান থেকে সাড়ে পাঁচ কোটি পাউন্ড ট্রান্সফার ফি’র বিনিময়ে ইংলিশ ক্লাব নিউক্যাসলে যোগ দেন টোনালি।

বেটিংয়ের নিয়ম ভাঙায় গত ১৭ অক্টোবর ইউভেন্তুসের ইতালিয়ান মিডফিল্ডার ফাগিওলিকে সাত মাসের জন্য নিষিদ্ধ করে এফআইজিসি। একই সঙ্গে সাড়ে ১২ হাজার ইউরো জরিমানা করা হয় তাকে।

টোনালিসহ আরেক ইতালিয়ান মিডফিল্ডার নিকোলো জানিওলোর বিরুদ্ধে তদন্তের কথা এই মাসের শুরুতে জানায় ইতালির প্রসিকিউটররা। এই তথ্য জানানোর পর জাতীয় দলের অনুশীলন কাম্প ছেড়ে চলে যান ওই দুজন।

এইচজেএস