নতুন মৌসুম জয় দিয়ে শুরু করেছে বসুন্ধরা কিংস। গতকাল (শনিবার) স্বাধীনতা কাপে দিনের দ্বিতীয় ম্যাচে বসুন্ধরা কিংস ১-০ গোলে বাংলাদেশ নৌবাহিনী ফুটবল দলকে হারিয়েছে। 

বসুন্ধরা কিংস ঘরোয়া ফুটবলে সবচেয়ে শক্তিশালী দল। গতকাল প্রথম ম্যাচে তারা চার বিদেশি নিয়েই নেমেছিল। পক্ষান্তরে নৌবাহিনীতে সব দেশি ফুটবলার। যেখানে জাতীয় দলের অভিজ্ঞতা-সম্পন্ন রহমত, জুয়েল ও সোহেলসহ কয়েকজন ফুটবলার রয়েছেন। কিংসের সিনিয়র ফুটবলার সোহেল রানা নৌবাহিনীতে চাকরিরত। কিংসের বিপক্ষে তিনি নৌবাহিনীর অধিনায়কত্বও করলেও লিগে আবার কিংসের হয়েই খেলবেন। 

এদিন ম্যাচের তৃতীয় মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেছেন ব্রাজিলিয়ান মিগুয়েল ফেরেইরা। ম্যাচের বাকি সময়ে আর গোল হয়নি। নৌবাহিনীর বিপক্ষে উড়ন্ত সূচনার পরিবর্তে বসুন্ধরা কিংস মাত্র ১ গোলের ব্যবধানে জিতেছে। 

স্বাধীনতা কাপে ‘ডি’ গ্রুপে পড়েছে কিংস। এই গ্রুপে তৃতীয় দল চট্টগ্রাম আবাহনী। তিন দলের মধ্যে শীর্ষ দুই দল কোয়ার্টারে উঠবে। আজ (রোববার) স্বাধীনতা কাপের কোনো খেলা নেই।

এই মৌসুমে নতুন জার্সি পরে নেমেছে বসুন্ধরা কিংস। বাংলাদেশের ফুটবল ক্লাবে কিট স্পন্সর সেই অর্থে থাকে না। ক্লাবের কর্মকর্তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানই মূলত জার্সিতে স্পন্সর হিসেবে থাকে। এবার ডিজিটাল ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘পকেট’ কিংসের নতুন কিট স্পন্সর করেছে।

এএফসি’র কাছে নতুন জার্সির অনুমতি চেয়ে আবেদন করেছিল কিংস। এ নিয়ে বসুন্ধরা কিংসের মিডিয়া ম্যানেজার আহমেদ শায়েক বলেন, ‘সামনে আমাদের আরও কয়েকটি এএফসি’র ম্যাচ রয়েছে। সেই ম্যাচে নতুন জার্সি পরতে এএফসি’র কাছে আবেদন করা হয়েছে।’

এজেড/এএইচএস