বাংলাদেশের ফুটবলে গত এক যুগের মধ্যে অন্যতম সুপারস্টার জাহিদ হাসান এমিলি। তিন-চার বছর আগেও স্ট্রাইকার এমিলিকে দলে ভেড়ানোর জন্য ক্লাবগুলোর মধ্যে চলত প্রতিযোগিতা। সাম্প্রতিক সময়ে অফ ফর্ম, ইনজুরির জন্য আগের সেই এমিলি নেই। চলমান প্রিমিয়ার লিগে প্রথম লেগে তিনি ছিলেন অনিবন্ধিত ফুটবলার। গত মৌসুমে মোহামেডানের হয়ে খেলার সময় ইনজুরি তাকে কয়েক মাসের জন্য ছিটকে দেয়। প্রিমিয়ার লিগে দ্বিতীয় লেগে ব্রাদার্স ইউনিয়নের হয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন জাহিদ হাসান এমিলি। 

এমিলি ঘরোয়া ফুটবলে শীর্ষ পর্যায়ের যাত্রা শুরু এই ব্রাদার্স থেকে। ২০০৫-০৬ মৌসুমে ব্রাদার্সের হয়ে লিগ খেলা শুরু করেন। ব্রাদার্স থেকেই জাতীয় দলে ডাক পাওয়া। পরবর্তীতে ঢাকা আবাহনী, মোহামেডান, শেখ জামাল, শেখ রাসেলসহ দেশের প্রায় সব শীর্ষ ক্লাবের জার্সি এমিলির গায়ে জড়িয়েছে। 

১৫ বছর পর আবার সেই ব্রাদার্সে ফিরে খানিকটা আবেগ এমিলির কণ্ঠে, ‘আজকে এমিলি হয়ে ওঠার পেছনে ব্রাদার্সের অবদান অনেক। আমার এখন এই কঠিন সময়েও আমার ব্রাদার্সে পাশে এসে দাঁড়িয়েছে। তাই ব্রাদার্সের প্রস্তাব আর না করতে পারিনি।’ 

প্রথম লেগ শেষে ব্রাদার্স ১২ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে রেলিগেশন জোনে। এক সময় এমিলি খেলতেন দলকে চ্যাম্পিয়ন করাতে। এখন তাকে গোল করতে হবে অবনমন ঠেকাতে, ‘আমি দ্বিতীয় লেগে গোল করে ক্লাবকে একটা সম্মানজনক অবস্থায় নিয়ে যেতে চাই’ বলেন দেশের অন্যতম সেরা এই স্ট্রাইকার। এখনই অবসর নিয়ে ভাবছেন না এমিলি, ‘দ্বিতীয় লেগ শেষ করে এই বিষয়ে চিন্তা করব। ফর্ম ও ফিট থাকলে আরও খেলে যেতে চাই।’

মধ্যবর্তী দলবদলে জাহিদ হাসান এমিলি ছাড়াও আরও দুই জন অভিজ্ঞ ফুটবলার দলে ভিড়িয়েছে ব্রাদার্স ইউনিয়ন। জাতীয় দলের সাবেক ডিফেন্ডার আরিফুল ইসলাম ও মিডফিল্ডার ইমতিয়াজ সুলতান জিতু। এই অভিজ্ঞদের ওপর ভরসা রাখছেন ব্রাদার্সের ম্যানেজার আমের খান।

তিনি বলেন ‘তারা সবাই পরীক্ষিত ফুটবলার। ব্রাদার্সেও খেলার অভিজ্ঞতা রয়েছে। আশা করি তাদের নিজেদের অভিজ্ঞতার প্রমাণ মাঠে রেখে ব্রাদার্সকে একটা ভালো জায়গায় নিতে পারবে।’

ব্রাদার্স ইউনিয়ন এখন চলছে প্রধান কোচ ছাড়াই। ইরানী বংশোদ্ভূত জার্মান রেজা পার্কাস আবার দায়িত্ব নেবে ব্রাদার্সের। জার্মানীতেও লকডাউন পরিস্থিতি খারাপ এবং বাংলাদেশে ইউরোপের ফ্লাইট আগমনে নিষেধাজ্ঞা থাকায় কোচের আসতে বিলম্ব হচ্ছে। 

এজেড/এটি/এমএইচ