সাম্প্রতিক সময়ে ভালো ফুটবল খেলছে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে প্রথম ম্যাচেই তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে পড়েছে। যেখানে মেলবোর্নে আজ (বৃহস্পতিবার) ৭-০ গোলে হেরেছে বাংলাদেশ। যা দেশের ফুটবল ইতিহাসের অন্যতম বড় হারগুলোর মধ্যে একটি।

১৯৭৩ সালে মালয়েশিয়ার মারদেকা কাপ দিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়। ১৯৭৫ সালে পরের মারদেকায় বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে ৯-১ গোলে হেরেছিল। সেই ম্যাচে লাল-সবুজ বাহিনীর হয়ে একমাত্র গোলটি করেছিলেন কাজী সালাউদ্দিন। বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানের হারটি ১৯৭৯ সালে। দক্ষিণ কোরিয়ার ইনচোনে বাংলাদেশ ৯-০ গোলে হেরেছিল স্বাগতিকদের বিপক্ষে। এটিই এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বাজে হার।

আশির দশকে বাংলাদেশ ৬-৭ গোলের ব্যবধানে হারেনি। নব্বইয়ের দশকের শুরুর দিকে আবার দু’টি বড় হার রয়েছে। ১৯৯৪ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ১৯৯৩ সালে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ে ৭-০ গোলে বাংলাদেশকে হারিয়েছিল। ওই বছরই বাংলাদেশ জাপানের বিপক্ষে ৮-০ গোলে হারে। সেই হারের পর পরবর্তী দুই যুগে আর ৭ গোলের ব্যবধানে হারেনি বাংলাদেশ। তাজিকিস্তান এবং আরও কয়েকটি ম্যাচে তারা ৫-৬ গোলের ব্যবধানে হেরেছিল। ২০১৬ সালে বিশ্বকাপ বাছাইয়ে জর্ডানের আম্মানে বাংলাদেশ আবার ৮-০ গোলে হারে। 

২০১৬ সালের পর বাংলাদেশ ৭ গোল হজম করেনি। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে আবার সেই বাজে অভিজ্ঞতার শিকার হলো বাংলাদেশ। 

বাংলাদেশের বড় হারের রেকর্ড :

তারিখ   প্রতিপক্ষ ভেন্যু ফলাফল
১৬.০৯.৭৯   দক্ষিণ কোরিয়া ইনচোন ৯-০
১০.০৮.১৯৭৫ হংকং মালয়েশিয়া ৯-১
১১.০৪.১৯৯৩ জাপান টোকিও ৮-০
২৪.০৩.২০১৬  জর্ডান  আম্মান ৮-০
০৩.০৫.১৯৯৩ আরব আমিরাত দুবাই   ৭-০
১৬.১১.২০২৩  অস্ট্রেলিয়া  মেলবোর্ন  ৭-০

এজেড/এএইচএস