বসুন্ধরা কিংসের হোম ভেন্যু কিংস অ্যারেনা বাংলাদেশ ফুটবলের দুর্গ। সেই দুর্গে কিংস ও জাতীয় ফুটবল দল এখনো কোনো ম্যাচ হারেনি। অথচ সেখানেই আজ এএফসি কাপে মালদ্বীপের মাজিয়া স্পোর্টসের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে আছে কিংস।

এই মাজিয়ার বিপক্ষে হার দিয়ে এএফসি কাপ টুর্নামেন্ট শুরু করেছিল বসুন্ধরা কিংস। ১৯ সেপ্টেম্বর মালেতে কিংস ১-৩ গোলে হেরেছিল। আজ হোম ম্যাচ প্রতিশোধ নেয়ার। সেই প্রতিশোধ নেয়ার ম্যাচে প্রথমার্ধে অবশ্য কিংস পিছিয়ে রয়েছে। 

কিংস আজকের ম্যাচ খেলতে নেমেছে অধিনায়ক রবসন রবিনহোকে ছাড়াই। রবসন কিংসের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। প্রথমার্ধে রবসনের অভাব বেশ ভালোই টের পেয়েছে কিংস। একাধিক গোলের সুযোগ সৃষ্টি করলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি। উল্টো ম্যাচের ১০ মিনিটে রিগানের গোলে সফরকারীরা এগিয়ে যায়। মাজিয়া ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ফিনিশিং ব্যর্থতায় আর হয়নি। 

কিংস আজকের ম্যাচে খোয়ালে পরবর্তী রাউন্ডে যাওয়া অনিশ্চিয়তায় পড়বে। কারণ মোহনবাগান উড়িষাকে হারালে কিংসকে টপকে ভারতীয় ক্লাব মোহনবাগান শীর্ষে চলে যাবে। শেষ ম্যাচে কিংস উড়িষাকে হারালেও মোহনবাগান মাজিয়াকে হারালে পরবর্তী রাউন্ডে খেলবে। 

এজেড/এইচজেএস