ফেডারেশন কাপ
একই গ্রুপে আবাহনী-মোহামেডান
গত আসরে ফেডারেশন কাপের ফাইনাল হয়েছিল দেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব আবাহনী ও মোহামেডানের মধ্যে। দীর্ঘদিন পর মোহামেডান ঘরোয়া ফুটবলে একটি ট্রফি জেতায় নতুন করে আলোড়ন উঠেছিল। এই মৌসুমে ফেডারেশন কাপে আবাহনী ও মোহামেডান একই গ্রুপে পড়েছে। ২০২০ সালেও দুই চিরপ্রতিদ্বন্দ্বী একই গ্রুপে পড়েছিল।
প্রিমিয়ার লিগের দশ দল ফেডারেশন কাপে তিন দলে ভাগ হয়ে খেলবে। চ্যাম্পিয়নশিপ লিগ থেকে প্রিমিয়ারে আসা ব্রাদার্স ইউনিয়ন ছিল একমাত্র চতুর্থ সিড। ব্রাদার্স ইউনিয়ন ‘বি’ গ্রুপে পড়ায় চার দলের গ্রুপ হয়েছে। ‘এ’ এবং ‘সি’ গ্রুপে তিনটি করে দল রয়েছে। ‘বি’ গ্রুপে গত আসরের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ ঢাকা মোহামেডানের সঙ্গে আরেকটি দল চট্টগ্রাম আবাহনী।
বিজ্ঞাপন
গত আসরে চমক দেখানো বাংলাদেশ পুলিশ ‘এ’ গ্রুপের শীর্ষ দল। গ্রুপটিতে অন্য দুই দল শেখ জামাল ও রহমতগঞ্জ। ‘সি’ গ্রুপে ঘরোয়া ফুটবলের সবচেয়ে শক্তিশালী দল বসুন্ধরা কিংসের সঙ্গে রয়েছে শেখ রাসেল ও ফর্টিজ এফসি।
তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপের সঙ্গে তৃতীয় সেরা দুই দল কোয়ার্টার ফাইনালে উঠবে। বি গ্রুপে চার দল থাকায় সেই গ্রুপে সর্বনিম্ন হওয়া দলের সঙ্গে বাকি তিন দলের ফলাফল বাদ যাবে। সেই হিসেবে তিন গ্রুপের চ্যাম্পিয়ন, রানার্স-আপ দলের নতুন ক্রম তৈরি হবে।
বিজ্ঞাপন
১০ দলের টুর্নামেন্ট এবং ফিকশ্চার ফরম্যাট খানিকটা জটিল। তিন গ্রুপের পরিবর্তে দুই দলকে পাঁচটি ভাগে বিভক্ত করলে প্রতিদ্বন্দ্বিতা ও আকর্ষণ উভয়ই বাড়তো। এরকম না করার কারণ হিসেবে বাফুফের কম্পিটিশন ম্যানেজার জাবের বিন তাহের আনসারী বলেন, ‘লিগ কমিটির সর্বশেষ সভায় আগের ফিকশ্চার ফরম্যাট অনুসরণ করার সিদ্ধান্ত হয়েছে। ক্লাবগুলো গত আসরের ফরম্যাটেই অভ্যস্ত।’
আগামী ২৬ ডিসেম্বর শুরু হওয়া ফেডারেশন কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ মে। স্বাধীনতা কাপের মতো ফেডারেশন কাপের ফাইনালও পড়েছে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে। গ্রুপিংয়ের মতো ভেন্যুও লটারি হয়েছে। ফেডারেশন কাপের ১৯ ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ পড়েছে গোপালগঞ্জে। চার কোয়ার্টার ফাইনালের তিনটিই গোপালগঞ্জে। কিংস অ্যারেনায় পড়েছে মাত্র চারটি ম্যাচ।
ফেডারেশন কাপ গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ এবং কিংস অ্যারেনা এই তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এই তিন ভেন্যু প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর হোম ভেন্যুও। স্বাধীনতা কাপের সেমিফাইনালে কিংস অ্যারেনায় কিংসের বিপক্ষে খেলতে আপত্তি জানিয়েছে ঢাকা আবাহনী। ফেডারেশন কাপের ক্ষেত্রে এমন পরিস্থিতি তৈরি হবে কিনা এই প্রশ্নের উত্তরে লিগ কমিটির অন্যতম সদস্য আব্দুর রহিম বলেন, ‘আমাদের ভেন্যুর সংকট রয়েছে। এরকম পরিস্থিতি আসলে আমরা ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেব।’
ফুটবল ফেডারেশন এখনও আবাহনীর করা আবেদনের ওপর সিদ্ধান্ত নিতে পারেনি। আগামীকাল সিদ্ধান্ত আসবে বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
বসুন্ধরা কিংসের সভাপতি ও বাফুফের অন্যতম সহ-সভাপতি ইমরুল হাসান লিগ কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন। তবে আজকের ড্র অনুষ্ঠানে পেশাগত ব্যস্ততার জন্য তিনি আসতে পারেননি।
এজেড/এএইচএস