কয়েক বছর আগেও দর্শক খরা নিয়ে চিন্তিত ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সাম্প্রতিক সময়ে সেই চিত্র খানিকটা বদলেছে। এখন মাঠে দর্শকের ঢুকে পড়া নিয়েই বাফুফের চিন্তা। 

স্বাধীনতা কাপ টুর্নামেন্টের ফাইনাল শেষে প্রায় হাজারও দর্শক মাঠে ঢুকে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের ফুটবলারদের উৎসবে শামিল হয়েছেন। আজ (মঙ্গলবার) ফেডারেশন কাপের ম্যাচ শেষেও প্রায় একই চিত্র ছিল গোপালগঞ্জ ভেন্যুতে। অনেকে মোরসালিন ও জিকোর সঙ্গে সেলফিও তুলেন।

গোপালগঞ্জ ভেন্যুতে এই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় বাফুফে খানিকটা শঙ্কিত। তাই গোপালগঞ্জ ফুটবল এসোসিয়েশনসহ সংশ্লিষ্টদের চিঠি দেওয়ার কথা জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, ‘গোপালগঞ্জ ফুটবল এসোসিয়েশনকে এই দর্শকদের বিষয়টি আরও সর্তকতার সঙ্গে দেখার পাশাপাশি জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।’

গোপালগঞ্জ ভেন্যুটি ঢাকা আবাহনী ও আরেকটি ক্লাবের। প্রিমিয়ার লিগে দুই ক্লাবের হোম ভেন্যু থাকলেও ফেডারেশনের তত্ত্বাবধানে হয় টুর্নামেন্ট। তাই ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপের দর্শক প্রবেশ নিয়ে ক্লাবকে সরাসরি চিঠি প্রদান করতে পারছে না বাফুফে। গোপালগঞ্জ স্টেডিয়ামে ২২ ডিসেম্বর লিগের ম্যাচ অনুষ্ঠিত হলেও সেদিন দর্শকরা সেভাবে মাঠে প্রবেশ করেনি। কিংসের ম্যাচেই মূলত দর্শক প্রবেশ দেখা যাচ্ছে গত দুই সপ্তাহে।

দর্শক খেলাধুলার প্রাণ। একইসঙ্গে খেলোয়াড়দের নিরাপত্তাও বড় বিষয়। বাংলাদেশে অনুষ্ঠিত মালদ্বীপ ও লেবানন ম্যাচে দর্শক মাঠে প্রবেশ করেছিল। ম্যাচ কমিশনারের রিপোর্টে বিষয়টি উল্লেখ থাকায় ফিফার ডিসিপ্লিনারি কমিটি সেটি পর্যালোচনা করছে। লেবানন ম্যাচের পর এক মাস পেরিয়ে গেলেও তাদের এখনও আনুষ্ঠানিকভাবে জরিমানার চিঠি পায়নি বাফুফে।

এজেড/এএইচএস