ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তরের দলেও সুখকর অভিজ্ঞতা হয়নি সাবেক ইংল্যান্ড তারকা ফুটবলার ওয়েইন রুনির। তার দল বার্মিংহ্যাম টানা পরাজয়ের বৃত্তে আটকে থাকায়, দায়িত্ব পাওয়ার মাত্র তিন মাসের মাথায় রুনি কোচের পদ হারিয়েছেন। গত ১১ অক্টোবর দ্বিতীয় স্তরের লিগ টেবিলে ছয় নম্বরে থাকাবস্থায় সাবেক কোচ জন ইয়ুসটেসকে বরখাস্ত করেছিল ক্লাবটি। এরপর দায়িত্ব পাওয়া ৩৮ বছর বয়সী রুনিরও চাকরি গেল প্রায় একইভাবে।

আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে চ্যাম্পিয়নশিপের দল বার্মিংহ্যাম সিটি এই তথ্য জানিয়েছে। দায়িত্ব পাওয়ার পর সাবেক ইংলিশ অধিনায়ক ক্লাবটির হয়ে কাটিয়েছেন ১৫ ম্যাচ ও ৮৩ দিন। এর মাঝেই শেষ হয়ে গেল তার বার্মিংহ্যাম অধ্যায়। রুনির অধীনে দলটি ১৫ ম্যাচের মধ্যে ৯টিতেই হেরেছে, জয় কেবল ২টি ও ড্র ৪টি।

বিবৃতিতে বলা হয়, ‘বার্মিংহ্যাম সিটি আজ কোচ ওয়েইন রুনি ও কার্ল রবিনসনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের সর্বোচ্চ চেষ্টার পরও প্রত্যাশা অনুযায়ী ফল আসছিল না। তাই ক্লাবের ভালোর জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বোর্ড।’

পরবর্তীতে রুনি নিজেও নিজের প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দিয়েছেন, ‘আমি টম ওয়াগনার, টম বার্ডি এবং গ্যারি কুককে (ক্লাবের শীর্ষ কর্মকর্তা) বার্মিংহ্যামের কোচ হওয়ার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই। ক্লাবে স্বল্প সময়ে দায়িত্ব পালনকালে তারা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন।’

এর আগে রুনি যখন ক্লাবটির দায়িত্ব নিয়েছিলেন, তখন বার্মিংহ্যামের অবস্থান ছিল টেবিলের ছয় নম্বরে। কিন্তু একের পর এক হারে তাদের বর্তমান অবস্থান নেমে গেছে ২০ নম্বরে। স্বাভাবিকভাবেই তাই রুনির বিদায়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও সাড়ে তিন বছরের চুক্তিতে তাকে দায়িত্ব দিয়েছিল ক্লাবটি।

মেজর লিগ সকারে (এমএলএস) যুক্তরাষ্ট্রের ডিসি ইউনাইটেডের প্লে-অফের আশা শেষ হওয়ার পর গত অক্টোবরে কোচের পদ ছাড়েন রুনি। এর তিনদিন পরই তিনি বার্মিংহ্যামের দায়িত্ব নেন। তবে তার কোচিং ক্যারিয়ার শুরু হয় ২০২০ সালের নভেম্বরে। এরপর থেকে ১৮ মাস ডার্বি কাউন্টির কোচ হিসেবে কোচিং করান ম্যানচেস্টার ইউনাইটেডের রেকর্ড গোলস্কোরার রুনি

এএইচএস