ব্রিটিশ কোচ পিটার বাটলার।

বাফুফের এলিট একাডেমীর ব্রিটিশ কোচ পিটার বাটলার আজ দুপুরে বাংলাদেশে এসেছেন। সকালে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও ফ্লাইট বিলম্ব হওয়ায় দুপুর দুইটায় ঢাকা এসে পৌঁছান এই কোচ।

পিটার বাটলার এক বছরের চুক্তিতে বাফুফের এলিট একাডেমীর দায়িত্ব পেয়েছেন। নতুন বছরের প্রথম দিকেই তার আসার কথা ছিল। নির্বাচনী ও অন্যান্য বিষয় বিবেচনা করে বাফুফে বছরের প্রথম মাসের মাঝামাঝি আসার মত দেয়।

বাফুফের এলিট একাডেমীর কোচিংয়ের দায়িত্ব মূলত আরেক ব্রিটিশ পল স্মলিই করতেন। তার বিদায়ের পর স্থানীয় কোচ পাপ্পু কিছুদিন দায়িত্বে ছিলেন। সেই পাপ্পু ইংল্যান্ড চলে যাওয়ায় একাডেমীর কোচে শূন্যতা তৈরি হয়। বাফুফে সেই শূন্যতা ব্রিটিশ কোচ দিয়ে পূরণ করছে।

একাডেমী কোচ আজ এসেছেন। জামাল ভূঁইয়াদের কোচ স্প্যানিশ হ্যাভিয়ের ক্যাবরেরা আসবেন ১৯ জানুয়ারি। বড় দিন, নতুন বছর মিলিয়ে হ্যাভিয়ের এক মাসের বেশি ছুটি কাটিয়েছেন। মার্চ ও জুনে বাংলাদেশ দলের বিশ্বকাপ বাছাই। আগামী কয়েক মাসের মধ্যে নিজ দেশ স্পেনে যাওয়ার সুযোগ পাবেন না হ্যাভিয়ের, তাই এবার লম্বা ছুটি কাটিয়েছেন। 

হ্যাভিয়ের স্পেন থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের খেলা অনলাইনে পর্যবেক্ষণ করেছেন। হ্যাভিয়েরের সহকারী জাতীয় দলের সাবেক কোচ হাসান আল মামুন অনেক ভেন্যুতে গিয়ে সশরীরে খেলা দেখছেন। 

এজেড/এফআই