আবাহনী ম্যাচের আগে কিংসের চিঠি!
ঘরোয়া ফুটবলে আবাহনী-মোহামেডানের সেই দ্বৈরথ আর নেই। সাম্প্রতিক সময়ে ফুটবলে শিরোপার লড়াইটা আবাহনীর সঙ্গে বসুন্ধরা কিংসের। মাঠের লড়াইয়ের চেয়ে এই দুই দলের বাইরের লড়াইটাই বেশি জমে উঠছে।
বিগত মৌসুমগুলোতে প্রিমিয়ার লিগে এই দুই দলের মোকাবেলা হতো প্রতি রাউন্ডের শেষের দিকে। চলতি মৌসুমে নতুন ফিকশ্চার ফরম্যাটে পঞ্চম রাউন্ডে দেখা হচ্ছে। আগামীকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আবাহনীর মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। এই ম্যাচের আগে রেফারিং নিয়ে বসুন্ধরা কিংস ফেডারেশনে চিঠি দিয়েছে। একাধিক সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
ফেডারেশনকে দেয়া কিংসের চিঠির বিষয়বস্তু রেফারিং। নির্দিষ্ট রেফারিদের নাম উল্লেখ করে বসুন্ধরা কিংস তাদের ম্যাচগুলোতে ঐ রেফারিদের না রাখতে অনুরোধ করেছে। চার রাউন্ড শেষে বসুন্ধরা কিংস ১২ পয়েন্ট নিয়ে টেবিলে এককভাবে শীর্ষে। তাদের প্রতিদ্বন্দ্বি আবাহনীর পয়েন্ট সাত। কিংস টেবিলে যেমন শীর্ষে তেমনি হলুদ কার্ড প্রাপ্তিতেও সবার উপরে (১২)। লিগে গড়ে প্রতি ম্যাচে কিংসের হলুদ কার্ড তিনটি।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে সংস্কার চলায় ঢাকার বাইরের ভেন্যুগেুলোতে মূলত লিগ চলছে। সেক্ষেত্রে ম্যাচ পরিচালনায় নিযুক্ত রেফারিরা খেলার আগের দিনই অবগত হন কার কোথায় খেলা। অনেক সময় গুরুত্বপূর্ণ খেলায় বিশেষ প্যানেলও হয়। কিংসের চিঠির পর আগামীকালের গুরুত্বপূর্ণ ম্যাচের বরাদ্দ নিয়ে ফুটবলাঙ্গনের শ্যেন দৃষ্টি।
বিজ্ঞাপন
লিগে ফেডারেশনকে চাপে রেখেছে কিংস, অন্যদিকে স্বাধীনতা কাপে রেখেছিল আবাহনী। কিংসের বিপক্ষে কিংস অ্যারেনায় টুর্নামেন্টের সেমিফাইনালের ভেন্যু নিয়ে আপত্তি তুলেছিল দেশের অন্যতম জনপ্রিয় ক্লাবটি। কিংস অ্যারেনাকে টুর্নামেন্টের ভেন্যু করা এবং প্রতিটি ম্যাচের ভেন্যু লটারিতে হওয়ায় ফেডারেশন আবাহনীর আবেদন গ্রাহ্য করেনি। এবার কিংসের এই চিঠি কিভাবে মোকাবেলা করে ফেডারেশন সেটাই দেখার বিষয়।
এজেড/এইচজেএস