যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে দেখতে তার বাসায় গিয়েছেন। সকাল ১১ টায় ক্রীড়া মন্ত্রীর সালাউদ্দিনের বাসায় যাওয়ার সূচি ছিল। আধ ঘন্টা বিলম্বে পৌনে বারোটার দিকে বাফুফে সভাপতির বাসায় পৌঁছান তিনি। 

ব্যক্তিগত সৌজন্য সাক্ষাতের সফর হওয়ায় নাজমুল হাসান পাপন একাই এসেছেন। মন্ত্রণালয় বা জাতীয় ক্রীড়া পরিষদের কোনো কর্মকর্তাকে তার সঙ্গে দেখা যায়নি। ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক অবশ্য সালাউদ্দিনের বাসায় রয়েছেন সৌজন্য সাক্ষাতের বিষয়টি সমন্বয় করার জন্য। 

সালাউদ্দিন বাফুফে সভাপতি ২০০৮ সাল থেকে। নাজমুল হাসান পাপন বিসিবির সভাপতির পদে ২০১২ সাল থেকে৷ গত এক দশকে দেশের শীর্ষ দুই ব্যক্তিত্বকে এক সঙ্গে দেখা গেছে কালেভদ্রে। গত বছর দুই সংস্থার দুই শীর্ষ কর্তা কথার লড়াইয়ে নেমেছিলেন। আজকের আলোচনাটি পুরোটাই সৌজন্যমূলক৷ 

বাফুফে সভাপতি ও দেশের অন্যতম কিংবদন্তি কাজী সালাউদ্দিন বাইপাস সার্জারি করেছেন। সত্তরোর্ধ বয়সে সংবেদনশীল অপারেশন করে খানিকটা নিভৃতে থাকছেন সালাউদ্দিন চিকিৎসকের পরামর্শে। পাপন ক্রীড়ামন্ত্রী হওয়ার পর সালাউদ্দিনের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।

সালাউদ্দিনের শারীরিক অবস্থা খানিকটা উন্নতি হওয়ায় শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সীমিত পরিসরে সাক্ষাৎ করছেন। 

এজেড/এফআই