২০১৮ সাল থেকে ঘরোয়া ফুটবলের শীর্ষ স্তরে খেলছে বসুন্ধরা কিংস। মাঠ ও মাঠের বাইরে নানা নতুনত্ব এনেছে এই ক্লাবটি। আগামীকাল বাংলা জার্সি পরে ম্যাচ খেলে আরেকটি বিশেষত্ব আনছে টানা চার বারের চ্যাম্পিয়ন দলটি। 

আগামীকাল কিংস অ্যারেনায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। এই ম্যাচে বসুন্ধরা কিংসের সকল খেলোয়াড় এবং ডাগ আউটে দাড়ানো কোচিং স্টাফদের গায়ে থাকবে বাংলা জার্সি। খেলোয়াড়দের নাম, নাম্বার সব কিছুই থাকবে বাংলায়।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বসুন্ধরা কিংস এই পরিকল্পনা করেছে। ফেব্রুয়ারি মাসে কিংসের আরেকটি ম্যাচ রয়েছে পরের সপ্তাহে। সেই ম্যাচেও বাংলা জার্সি পড়ে অংশগ্রহণ করবে কিনা এটি এখনো সিদ্ধান্ত নেয়নি ক্লাব কর্তৃপক্ষ। লিগে অংশগ্রহণকারী ক্লাবগুলোর জার্সি ফেডারেশন থেকে অনুমোদন নিতে হয়। কিংসের নতুন জার্সি বাফুফে অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে ক্লাব সূত্র।

এজেড/এইচজেএস