বসুন্ধরা কিংস তাদের হোম ভেন্যু কিংস অ্যারেনায় প্রথমবারের মতো হেরেছিল মোহামেডানের বিপক্ষে। এক রাউন্ড পর আবার হোম ভেন্যুতে ম্যাচ পড়েছে কিংসের। এই ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ৪-১ গোলের স্বাভাবিক জয় নিয়েই মাঠ ছেড়েছে কিংস।

পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ প্রিমিয়ার লিগে টানা সাত ম্যাচ ড্র করেছিল। এবার অষ্টম ম্যাচে কিংসের বিপক্ষে ম্যাচের দশ মিনিটে লিড নিয়ে তাক লাগিয়ে দেয় তারা। বোয়েটাংয়ের গোলের লিড রহমতগঞ্জ অবশ্য বেশিক্ষণ রাখতে পারেননি। রাকিব হোসেন ২৫ মিনিটে বক্সের মধ্যে দুর্দান্ত এক শটে সমতা আনেন।

মধ্য বিরতির দশ মিনিট পর কিংসের ব্রাজিলিয়ান ফুটবলার মিগুয়েল ফেরেইরা দলকে লিড এনে দেন। রহমতগঞ্জ ম্যাচে ফেরার সকল চেষ্টাই করেছে। রেফারি ৬ মিনিট ইনজুরি সময় দেন। তৃতীয় মিনিটেই ব্রাজিলিয়ান ডরিয়েল্টন প্লেসিংয়ে বল জালে পাঠিয়ে কিংসের জয় নিশ্চিত করেন। একেবারে অন্তিম মুহূর্তে রবসন পেনাল্টি থেকে আরেকটি গোল করলে ৪-১ গোলের সহজ জয় পায় কিংস।

বসুন্ধরা কিংস এই ম্যাচে নেমেছিল বাংলা জার্সি পড়ে। খেলোয়াড়, কোচিং স্টাফ সকলের জার্সিতে নাম, সংখ্যা সবই ছিল বাংলায়। জার্সিতে শহীদ মিনারের প্রতিকৃতিও ছিল।

আট ম্যাচ শেষে বসুন্ধরা কিংস ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে। রহমতগঞ্জ আট ম্যাচে সাত পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে। দিনের আরেক ম্যাচে ফর্টিজ ২-১ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়েছে। এই জয়ে ফর্টিজ নয় পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আর পুলিশ সাত পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে।

এজেড/এইচজেএস