মার্চের ফিফা উইন্ডোতে বাংলাদেশের দু’টি বিশ্বকাপ বাছাই ম্যাচ রয়েছে। ওই দুই ম্যাচের প্রস্তুতিতে বাংলাদেশ দল আগামী ১ মার্চ সৌদি আরবের উদ্দেশে রওনা হওয়ার কথা। বিশ্বকাপের দুই ম্যাচের জন্য জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা প্রাথমিক দল ঘোষণা করবেন চার-পাঁচ দিনের মধ্যে। সেই প্রাথমিক দলে অনেকটা অনিশ্চিত উঠতি তারকা ফুটবলার শেখ মোরসালিন। 

মোরসালিন কিছুটা ইনজুরিতে রয়েছেন। এজন্য বসুন্ধরা কিংসের হয়ে প্রিমিয়ার লিগে খেলতে পারছেন না। বিষয়টি চোখে পড়েছে জাতীয় দলের স্প্যানিশ কোচ ক্যাবরেরার, ‘আমি এই ব্যাপারে অবগত। দুভার্গ্যজনকভাবে সে ইনজুরিতে। আমাদের দলে কোনো স্পেশাল খেলোয়াড় নেই। কেউ না থাকলে, অন্য কেউ আসবে এবং পারফর্ম করবে।’

জাতীয় দল দুই সপ্তাহের বেশি সময় অনুশীলন করবে সৌদি আরবে। সেখান থেকে ১৭ মার্চ কুয়েতে রওনা হবে ফিলিস্তিনের বিপক্ষে ২১ মার্চের ম্যাচ খেলতে। পরের লেগের ম্যাচ ২৬ মার্চ ঢাকায়। এখনও প্রায় এক মাস সময় হাতে রয়েছে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে সৌদি আরবে প্রাথমিক ক্যাম্পে মোরসালিন থাকছেন কি না? কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এই প্রশ্নের জবাবে সীমিত সম্ভাবনার কথাই জানিয়েছেন, ‘এখনও নিশ্চিত নয় তবে তার জন্য কঠিন।’

বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা

২০২৩ সালে জাতীয় ফুটবল দলে অভিষেক হয় মোরসালিনের। মেধাবী এই ফুটবলার ইতোমধ্যে যেমন আলোচিত, তেমনি সমালোচিতও। ভারতে অনুষ্ঠিত বেঙ্গালুরু সাফে দু’টি গোল করে তিনি আলোচনায় আসেন। ঢাকায় আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচের সিরিজেও গোল করেছেন মোরসালিন। এরপর বসুন্ধরা কিংসের হয়ে মদ-কাণ্ডের জন্য বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচ ছিলেন না। ক্লাব থেকে শাস্তি প্রত্যাহারের পর আবার জাতীয় দলে ফিরেছেন এবং লেবাননের বিপক্ষে তার গোলেই বাংলাদেশ একটি পয়েন্ট পায়।

বাফুফে ভবন প্রাঙ্গনে জাতীয় দলের হেড কোচ গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। সেখানে তিনি বাংলাদেশের প্রাথমিক দল নিয়ে বলেন, ‘আমাদের দলের ফুটবলারের সংখ্যা ৩০ জনের কম হওয়ারই সম্ভাবনা বেশি। এখনও দল চূড়ান্ত হয়নি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ড রয়েছে শুক্র-শনিবার। এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে।’

এশিয়া কাপে ফিলিস্তিন দুর্দান্ত ফুটবল খেলছে। র‌্যাংকিং ও শক্তিমত্তায়ও বাংলাদেশ ফিলিস্তিনের চেয়ে অনেক পিছিয়ে। এরপরও লড়াই করে পয়েন্ট নেওয়ার আশাবাদ বাংলাদেশ কোচের। এজন্য সৌদি আরবের দুই সপ্তাহের প্রস্তুতিকে গুরুত্ব দিয়ে দেখছেন কোচ। সৌদি আরবে অনুশীলন ম্যাচ খেলার পরিকল্পনাও চলছে বলে জানান হ্যাভিয়ের, ‘সৌদি আরবে ওই সময় অনেক দলই থাকবে। আমাদের চেষ্টা থাকবে কোনো জাতীয় দলের সঙ্গে খেলার। সেটা না হলে স্থানীয় কোনো দলের বিপক্ষে খেলব।’ 

এজেড/এএইচএস