মার্চে ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচ। ২১ মার্চ কুয়েতে ও ২৬ মার্চ ঢাকায় খেলবে বাংলাদেশ। এই দুই ম্যাচের প্রস্তুতির জন্য ২ মার্চ সৌদি আরবে রওনা হবে বাংলাদেশ দল। দুই সপ্তাহের বেশি সৌদিতে অনুশীলন করে ১৭ মার্চ কুয়েতের উদ্দেশ্যে রওনা হবে টিম বাংলাদশ।

জামালদের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা প্রাথমিক দলে ২৮ জনকে ডেকেছেন। চূড়ান্ত দল ২৩ জনের হলেও ২৮ জন ২৬ মার্চ পর্যন্ত একসঙ্গে থাকবেন বলে জানান কোচ, 'তারা সৌদি, কুয়েত ও পরবর্তী সময়েও এক সঙ্গে থাকবে।' হ্যাভিয়েরের দলে নতুন তিন মুখ পুলিশের মিডফিল্ডার কাজেম কিরমানি শাহ, শেখ জামালের ডিফেন্ডার তাজ উদ্দিন, ব্রাদার্সের ফরোয়ার্ড রাব্বি হোসেন রাহুল।

নতুন তিন মুখ নিয়ে বিশেষভাবে ব্যাখ্যা দিয়েছেন কোচ হ্যাভিয়ের, 'কাজেম আমাদের পর্যবেক্ষণে ছিল দীর্ঘদিন থেকেই। আমাদের খেলার ধরণ ও দর্শন উভয়ের সঙ্গে সে মানানসই। তাজ এশিয়ান গেমসের দলে ছিল, ইনজুরির জন্য খেলতে পারেনি। সে এবারের লিগে ভালো করেছে। তাই এবার তার সুযোগ হয়েছে। সত্যিকার অর্থে রাহুল আমাদের ভাবনায় ছিল না। সে গোল করে নজরে এসেছে। জাতীয় দলের অনুশীলনে কেমন করে দেখা যাক।'

ব্রাদার্স ইউনিয়নের রাহুল গোল করে জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন। ব্রাদার্সের আরেক ফুটবলার মাহবুবুর রহমান সুফিলও গোল করেছেন। জাতীয় দলে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার। গোল করা এবং করানো উভয় ক্ষেত্রে দক্ষতা থাকা সত্ত্বেও সুফিল নেই কেন? এমন প্রশ্নের উত্তরে বলেন, 'তার দিকেও নজর ছিল। সে আমাদের পর্যবেক্ষণে রয়েছে। পরবর্তীতে দলে আসতে পারে।'

মদকান্ডের পর আবার জাতীয় দলে ফিরেছেন তপু ও গোলরক্ষক জিকো। আবার ইনফর্ম খেলোয়াড় মোরসালিন ও তারিক কাজী ইনজুরির জন্য বাদ পড়েছেন। ইনজুরি, সাসপেনশনের জন্য পূর্ণ শক্তির দল পাওয়া হয়নি কখনো হ্যাভিয়েরের। এটা নিয়ে চিন্তিত নন কোচ, 'এটা ফুটবলের অংশ। কেউ আসবে, কেউ যাবে। কেউ চলে যাওয়ায়, সেই শূন্যস্থান পূরণ হচ্ছে।'

গতকাল আনুষ্ঠানিকভাবে দল প্রকাশ করেছে বাফুফে। পরের দিন আজ সংবাদ সম্মেলনে গণমাধ্যমের উপস্থিতি খানিকটা কমই ছিল। সংবাদ সম্মেলনের শেষ অংশে আনুষ্ঠানিক দল ঘোষণার আগেই খেলোয়াড়দের প্রতিক্রিয়া ব্যক্ত নিয়ে প্রশ্ন উঠেছিল। এই প্রসঙ্গে ম্যানেজার আমের খান বলেন, 'আনুষ্ঠানিকভাবে দলটি তিন দিন আগে ঘোষণা হয়ে গেলে আর প্রশ্ন হতো না। আগামীতে যেন এ রকম না হয় এই ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।'

২৫ ফেব্রুয়ারি ক্লাবগুলোতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের স্বাক্ষরিত চিঠি সরবারহ করা হয়েছে। তিনি পারিবারিক সফরে দেশের বাইরে রয়েছেন। ছুটিতে থাকাবস্থায় চিঠির স্বাক্ষর নিয়ে প্রশ্নে ম্যানেজার ও বাফুফে সদস্য আমের কোনো উত্তর দেননি। সংবাদ সম্মেলন সঞ্চালনা করা মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব জানিয়েছেন যে,‌ 'বিশ্বব্যাপী অফিসিয়াল প্রসিডিউর অফিসিয়ালি কার্যাদি সম্পাদনে অনলাইনে চেকের পর সঠিক থাকলে ডিজিটাল স্বাক্ষর স্থাপনের।'

এজেড/এইচজেএস