ফাইল ছবি

আড়াই মাস পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এসেছেন সভাপতি কাজী সালাউদ্দিন। দুপুর ২টার একটু আগে তিনি ফেডারেশনে পৌঁছান। সভাপতির আগমন উপলক্ষ্যে নির্বাহী কমিটির তিন-চারজন কর্মকর্তাও এসেছিলেন। ঘণ্টাখানেক সভাপতির কক্ষে দাপ্তরিক আলাপ সেরে মিডিয়ার সামনে এসেছিলেন সালাউদ্দিন। সেখানে বিভিন্ন বিষয়ে মন্তব্যের একপর্যায়ে তিনি যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের প্রশংসাও করেছেন।

প্রায় তিন মাস পর জনসম্মুখে এলেন দেশের অন্যতম কিংবদন্তি ক্রীড়াবিদ কাজী সালাউদ্দিন। তার বর্তমান পরিচয় বাফুফে সভাপতি হলেও দেশের অধিকাংশের হৃদয়ে খেলোয়াড় সালাউদ্দিনের চিত্রই বড় করে আঁকা রয়েছে। ওপেন হার্ট সাজার্রির ধকল অনেকটাই কাটিয়ে উঠেছেন তিনি। ফলে বাহ্যিকভাবেও তাকে অনেকটা সুস্থ দেখা গেছে। বিগত সময়ের তুলনায় গলার শুষ্কতা একটু বেশি বোধ হয়েছে। এছাড়া তেমন বাড়তি কোনো বিষয় পরিলক্ষিত হয়নি।

নিজের শারীরিক পরিস্থিতি, ফুটবলীয় কর্মকাণ্ডের ব্যাপারে সাধারণ আলোচনার পর ওঠে আসে তার বাসায় যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের সফরের বিষয়টি। সালাউদ্দিনের বাসায় সৌজন্য সাক্ষাতের পর পাপন বলছিলেন, ‘দীর্ঘদিনের সম্পর্ক একদিনে নষ্ট হওয়ার নয়।’ পাপন অকপটে বলেছিলেন তিনিও খেলোয়াড় সালাউদ্দিনের ভক্ত। তার খেলা দেখতেই মাঠে যেতেন। সালাউদ্দিন অসুস্থ থাকায় তখন তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজ ফেডারেশনে এসে সালাউদ্দিনও পাপনের প্রসঙ্গে একই কথা বললেন, ‘আমাদের অনেক দিনের সম্পর্ক। আজ-কালের নয়। পারিবারিক সম্পর্ক।’

২০২৩ সালের এপ্রিলে মিয়ানমারে নারী দল পাঠায়নি বাফুফে। সেই সময় বাফুফে সভাপতি ও বিসিবি সভাপতি তর্কে লিপ্ত হয়েছিলেন। এতে পুরো ক্রীড়াঙ্গনও কেঁপে উঠেছিল। এই বিষয়ে সালাউদ্দিন পরোক্ষ বক্তব্যকেই সামনে এনেছেন, ‘যা হয়েছে সেটা সাম ফরেন ইনভলমেন্ট। এক জায়গার কথা আরেক জায়গায়। আমাদের মধ্যে কিছু হয়নি। হওয়ার স্কোপও (সুযোগ) নেই।’

পাপন সালাউদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর অনেক প্রশংসাই করেছেন। এটা সালাউদ্দিনের প্রত্যাশিতই ছিল, ‘আমাদের মধ্যে খুব সৌহাদ্যপূর্ণ কথা হয়েছে। পাপন এরকম স্ট্যাটমেন্ট দেবে, সেটা প্রত্যাশিতই ছিল। আমার কাছেও পাপনের একই প্রত্যাশা।’

বিসিবি সভাপতি হলেও পাপন যুব ও ক্রীড়ামন্ত্রী হয়েছেন। ক্রীড়ামন্ত্রী হয়ে ফুটবলে জোর দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। পাপনের মন্তব্য সম্পর্কে সালাউদ্দিন বলেন, ‘পাপন খুব শিক্ষিত ছেলে। ও যেটা বলেছে সেটা সঠিক। যেখানে ২১১ দেশ যুদ্ধ করে। যা অন্য কোনো খেলায় পাবেন না।’

এজেড/এএইচএস