বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবলার রাজিয়া খাতুন মাত্র ২৪ বছর বয়সেই পৃথিবী ত্যাগ করেছেন। সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়ন দলের সদস্য রাজিয়া ইন্তেকাল করেন গতকাল (বৃহস্পতিবার)। 

রাজিয়া দুনিয়া ত্যাগ করলেও তার সদ্য প্রসূত পুত্র সন্তান জীবিত আছে। পারিবারিকভাবে তেমন আর্থিক স্বচ্ছলতা নেই রাজিয়ার। মায়ের মৃত্যুতে দুনিয়ার আলো দেখা শিশুর ভবিষ্যৎ শঙ্কার মুখে। এমন অবস্থায় রাজিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন ক্রীড়া সংগঠক শেখ বশির আহমেদ মামুন। তিনি তাৎক্ষণিকভাবে আজ এক লাখ টাকা প্রদান করেছেন এবং ভবিষ্যতেও তার লেখাপড়ায় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আজ কালীগঞ্জ উপজেলার লক্ষ্মীনাথপুরে রাজিয়ার গ্রামে পরিবারের সদস্যদের কাছে বশির আহমেদের অনুদান পৌঁছে দেন সাতক্ষীরা জেলা আন্তর্জাতিক ক্রীড়াবিদ ও সংগঠক ফোরামের আহবায়ক এবং জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান। এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সদস্য সচিব সচিব সাবেক জাতীয় ফুটবলার ইমাদুল হক খান, সদস্য সাবেক ফিফা সহকারী রেফারী ইকবাল আলম বাবলু, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুসহ আরও অনেকে। 

রাজিয়া বাংলাদেশ নারী দলের নিয়মিত মুখ ছিলেন। বছর চারেক আগে বাফুফে ক্যাম্প থেকে বেরিয়ে গেলেও গত দুই বছর নারী লিগ খেলেছেন। এমন একজন নারী ফুটবলারের পাশে বাফুফের কাউকে পাশে দাড়াতে দেখা যায়নি এখনও। বাফুফের অনেক কর্মকর্তাই দেশের শীর্ষ উচ্চবিত্ত। 

এজেড/এএইচএস