যুদ্ধ-বিধ্বস্ত ফিলিস্তিন বাংলাদেশের বিপক্ষে তাদের বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ের হোম ম্যাচ আয়োজন করেছে কুয়েতে। বাংলাদেশ ফুটবল দল ১৭ মার্চ কুয়েতে পা রাখার পরপরই দারুণ অভ্যর্থনা পেয়েছে বাংলাদেশি প্রবাসীদের কাছ থেকে। গতকাল (বৃহস্পতিবার) জাবের আল আহমদ স্টেডিয়ামেও অনেক প্রবাসী উপস্থিত ছিলেন। 

স্টেডিয়ামের ধারণক্ষমতা ৬০ হাজার। খেলা চলাকালে সেটি ধারণক্ষমতার প্রায় অর্ধেক পূর্ণ হয়েছিল। সেই অর্ধেকের প্রায় পুরোটাই ছিলেন বাংলাদেশি প্রবাসীরা। ফিলিস্তিনের বিপক্ষে ৫ গোলের হারে যারপরনাই হতাশ এসব ফুটবলপ্রেমী। কালকের ম্যাচ স্টেডিয়াম বসেই দেখেছেন বাংলাদেশ হকির সাবেক আন্তর্জাতিক আম্পায়ার ও অন্যতম সেরা আম্পায়ার আসলাম বেলিম ও সাবেক হাই জাম্পার সজীব হোসেন। 

আসলাম বেলিম কুয়েত এয়ারওয়েজে চাকরির কারণে দীর্ঘদিন ধরেই দেশটিতে বসবাস করছেন। জাতীয় ফুটবল দলের খেলা থাকায় গতকাল কর্মসূচি পরিবর্তন করেছেন তিনি। দুই মেয়েকে নিয়ে খেলা দেখতে গিয়েছিলেন বাংলাদেশের হকির অন্যতম সেরা এই আম্পায়ার। ৫ গোলে হার দেখার পর খানিকটা হতাশাই ঝরল কুয়েতে থাকা আসলামের কণ্ঠে,‌ ‘প্রথম দিকে ভালোই খেলছিল। আশা করছিলাম একটি ভালো ম্যাচের। ডিফেন্সের কিছু ভুলে শেষ পর্যন্ত হতাশা নিয়েই ফিরতে হলো।’

সাবেক হাই জাম্পার সজীব হোসেন

আসলাম বেলিমের বেড়ে ওঠা পুরান ঢাকায়। তার ছোট ভাই জাভেদ ওমর বেলিম জাতীয় ক্রিকেটার ছিলেন। আম্পায়ারিং-রেফারিং থ্যাঙ্কলেস জব। হকিতে আসলাম বেলিমের আম্পায়ারিং ছিল ভিন্ন উচ্চতায়। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তিনি ছিলেন প্রতিষ্ঠিত। পুরো ক্রীড়াঙ্গনে তারকা আম্পায়ার হিসেবে তার ছিল বিশেষ খ্যাতি। পররবর্তীতে আম্পায়ারিং ছেড়ে কুয়েত এয়ারওয়েজে চাকরি নেন। পরিবার নিয়ে সেখানেই থিতু হয়েছেন তিনি।

জাতীয় অ্যাথলেটিক্স দলে এক সময় নির্ভরযোগ্য জাম্পার ছিলেন সজীব হোসেন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) পড়াশোনা করায় অ্যাথলেটিক্সের পাশাপাশি অন্য খেলার খেলোয়াড়দের সঙ্গেও ছিল তার সখ্যতা। দেশে থাকতে অনেক ফুটবল ম্যাচ দেখেছেন। কালকের ম্যাচে সজীব আগের চেয়ে খুব বেশি ভিন্নতা পাননি, ‘খেলায় হার-জিত থাকবেই। ৯০ মিনিট এক তালে লড়তে পারল না এটা খারাপ লাগল। আগেও এমনটা দেখতাম, কালও তাই দেখলাম।’

বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া গতকাল পুরো ম্যাচ খেলেছেন অনেকদিন পর। প্রথমার্ধে দারুণ একটি আক্রমণের রচয়িতাও ছিলেন জামাল। এরপরও সাবেক এই অ্যাথলেটের চোখে অধিনায়কের পারফরম্যান্স গড়পড়তাই, ‘জামাল ভাইয়ের আলোচনা শুনি সব সময়। এই ম্যাচে অন্য সবার মতোই তার খেলা লেগেছে।’

সজীব কুয়েত পুলিশে কাজ করছেন। বাংলাদেশ-কুয়েত সরকারের যৌথ সমঝোতার মাধ্যমে সার্ভিসেস সংস্থার অনেকেই কুয়েতে বিভিন্ন মেয়াদে কাজ করছেন। সজীব ছাড়াও আরও কয়েকজন ক্রীড়াবিদ রয়েছেন এই প্রকল্পে।

এজেড/এএইচএস