তাজিকিস্তানের রেফারির ম্যাচ শেষের বাঁশি। বাংলাদেশের ফুটবলাররা কেউ শুয়ে পড়লেন, কেউ হাঁটু গেড়ে বসলেন৷ বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ ফুটবল দলের অপরাজিত থাকার রেকর্ড ক্ষুন্ন হলো৷ ইনজুরি সময়ে ফিলিস্তিন ম্যাচের একমাত্র জয়সূচক গোল করে বাংলাদেশকে কান্নায় ফেলে। বাংলাদেশের স্বাধীনতা দিবসে স্বাধীনতাকামী ফিলিস্তিন জয় পেয়েছে এশিয়ান ও বিশ্বকাপ যৌথ বাছাইয়ের ম্যাচ। 

নির্ধারিত ৯০ মিনিট খেলা গোলশুন্য ড্র ছিল। ৮ মিনিট ইনজুরি সময়ের শুরুতেই ফিলিস্তিনের আহমেদ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। দশ জনের দলের ওপর বাংলাদেশের চড়াও হওয়ার কথা। সেখানে উল্টো বাংলাদেশ রক্ষণের ভুলে ম্যাচ হারে। মিকাইল তেরমানিনি বক্সের মধ্যে আনমার্কড ছিলেন। আগুয়ান গোলরক্ষক মেহেদী শ্রাবণ কোনো সুযোগ পাননি। ৮৩ মিনিটে গোলরক্ষক মিতুল ব্যথা পেয়ে মাঠ ছাড়লে শ্রাবণ নামেন৷ 

বাংলাদেশ ও ফিলিস্তিনের র‍্যাংকিং ব্যবধান ৮৬। পাঁচ দিন আগেই কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই বাংলাদেশ আজ হোম ম্যাচে ফিলিস্তিনকে প্রায় রুখে দিয়েছিল। যদিও শেষ রক্ষা হয়নি৷ 

দ্বিতীয়ার্ধের শুরুটা বাংলাদেশের ভালো হয়নি৷  ৪৮ মিনিটে শাকিলের ব্যাকপাস মিতুল বাড়াতে গিয়ে ফিলিস্তিনের দাবাগকে বল দিয়ে দেন। ফাঁকা জালে মিস করেন আগের ম্যাচের হ্যাটট্রিক ম্যান। দশ মিনিট পর সেই দাবাগের অসাধারণ হেড মিতুল মারমা দুর্দান্ত সেভ করেন। আলাদিন হাসানের দূরপাল্লার শটও ভালো সেভ করেন মিতুল।

৭০ মিনিটে বাংলাদেশ কেচ কয়েকটি পরিবর্তন করেন৷ অধিনায়ক জামাল, ফাহিমের পরিবর্তে
সোহেল রানা, ফাহিম নামেন ৷ বাংলাদেশ দ্বিতীয়ার্ধে ভালো ফুটবল খেলেও ইনজুরি সময়ে মনঃসংযোগের ভুলে ম্যাচ হারল।

এজেড/এইচজেএস