সাফ অ-১৬ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী দলের চ্যাম্পিয়নের নায়িকা গোলরক্ষক ইয়ারজান। আসন্ন নারী ফুটবল লিগে ইয়ারজান সিরাজ স্মৃতি সংসদের হয়ে খেলবেন। আজ বাফুফে ভবনে দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে ইয়ারজানের ক্লাব সিরাজ স্মৃতি সংসদ। 

সিরাজ স্মৃতি সংসদে গত বছরেও খেলেছেন ইয়ারজান। তবে সেই ইয়ারজান আর এই ইয়ারজানের মধ্যে পার্থক্য রয়েছেন। এখন তিনি অ-১৬ পর্যায়ে দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক। ইয়ারজান নিজের শ্রেষ্ঠত্ব লিগেও বজায় রাখতে চান,‌‘আমি দক্ষিণ এশিয়ার সেরা হয়েছি। চেষ্টা থাকবে লিগেও সেরা হওয়ার। আমি নিজের সেরাটা দিয়ে দলকেও ভালো স্থানে রাখতে চাই।’ 

বয়সভিত্তিক দলকে চ্যাম্পিয়ন করিয়ে এখন দেশের ফুটবলাঙ্গনে পরিচিত মুখ গোলরক্ষক ইয়ারজান। তাই এই লিগে অন্য দলও পেতে চেয়েছিল তাকে, ‘আমাকে আরও কয়েকটি ক্লাব প্রস্তাব দিয়েছিল। সিরাজ স্মৃতি সংসদ আমার প্রথম ক্লাব। তারা আমাকে রাখতে চেয়েছে তাই অন্য ক্লাবকে মানা করেছি'-বলেন ইয়ারজান। 

সিরাজ স্মৃতি সংসদ এখনো অধিনায়ক ঘোষণা করেনি। ইয়ারজানের হাতেই উঠতে পারে আর্মব্যান্ড। গত আসরের চেয়ে এবার ইয়ারজানের পারিশ্রমিক খানিকটা বাড়িয়েছে ক্লাবটি। বাফুফে নির্বাহী সদস্য নুরুল ইসলাম নুরু সিরাজ স্মৃতি সংসদের সঙ্গে জড়িত। তিনি আজ দলবদল প্রক্রিয়ার সময় বলেন, ‘টঙ্গী থেকে আমরা নারী ও পুরুষ উভয় ফুটবল নিয়ে কাজ করছি। টঙ্গী ক্রীড়া চক্র পুরুষ লিগে ও সিরাজ স্মৃতি সংসদ নারী লিগে খেলছে। আমরা এবার নারী লিগে ভালো ফলাফল প্রত্যাশা করি।’

ভালো ফলাফল প্রত্যাশা করলেও সিনিয়র নারী ফুটবলার কাউকে ভেড়াতে পারেনি দলটি। বসুন্ধরা কিংস এবার ক্লাব লাইসেন্সিং না করায় সাবিনা-সানজিদাদের লিগ খেলা ছিল অনিশ্চিত। তবে আজ সিরাজ স্মৃতি সংসদের দলবদলের সময় বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ সিনিয়র ফুটবলারদের লিগে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন, ‘সিনিয়র সব ফুটবলারই লিগে অংশগ্রহণ করবে। ৩০-৩১ মার্চ আপনারা চমক দেখতে পাবেন।’ আর্মি স্পোর্টস ফুটবল ক্লাবের দল গঠনের কথা থাকলেও তারা অংশগ্রহণ করবে না। অংশগ্রহণকারী অন্য ক্লাবগুলোর মধ্যেই সানজিদা-সাবিনাদের খেলার কথা ইঙ্গিত দিলেন কিরণ. ‘এর মধ্যেই কোনো ক্লাবে তারা খেলবে। আপনারা সময় হলেই দেখতে পাবেন।'

ইস্ট বেঙ্গল থেকে গত পরশু দিন ঢাকায় ফিরেছেন সানজিদা আক্তার। আজ বাফুফে ভবনে সানজিদার কথাতেও মিলল তেমনই আভাস,' আমাদের সঙ্গে কথা চলছে। সুযোগ-সুবিধা পেলে আমরা যে কোনো ক্লাবেই খেলতে পারি।' বাফুফের অন্যতম সহ-সভাপতি আতাউর রহমান ভূইয়া কলেজ স্পোর্টিং ক্লাব নারী ফুটবলে দ্বিতীয় শক্তি। বসুন্ধরা কিংস না থাকায় আতাউর রহমানকে শক্তিশালী দল ধরা হচ্ছিল। এখন শোনা যাচ্ছে নাসরিন স্পোর্টস একাডেমীতে সিনিয়র ফুটবলাররা খেলতে পারেন। তবে সেখানে আর্থিকভাবে কেমন সম্মানী পাবেন সেটা দেখার বিষয়। 

এজেড/