মধ্যবর্তী দলবদল ও জাতীয় দলের খেলার বিরতি শেষে আজ থেকে পুনরায় শুরু ঘরোয়া ফুটবলের দ্বিতীয় লেগ। শুক্রবার নিজেদের প্রথম ম্যাচেই বড় জয় আদায় করে নিয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। ময়মনসিংহের রফিকউদ্দিন ভুইয়া স্টেডিয়ামে তারা ৪-০ গোলের ব্যবধানে হারায় ফর্টিজ এফসিকে।

ময়মনসিংহে ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল মোহামেডানের। ম্যাচের ৪১ মিনিটে উজবেকিস্তানের ফরোয়ার্ড মোজাফফারভের গোলে এগিয়ে যায় সাদা-কালোরা (১-০)। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি পায় মোহামেডান। পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে (২-০)। ৫২ মিনিটে শাহরিয়ার ইমনের যোগান দেয়া বলে লক্ষ্যভেদ করেন জাফর ইকবাল। (৩-০) তে এগিয়ে যায় ঐতিহ্যবাহী দলটি। ৫৯ মিনিটে নিজেই একটি গোল আদায় করে নেন শাহরিয়ার ইমন (৪-০)। এবার পেছন থেকে বলের যোগান দেন আরিফ হোসেন।

এই জয়ে ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা কিংসের (২২) আরও কাছে পৌছে গেলো দ্বিতীয় স্থানে থাকা মোহামেডান। চার গোলে হারলেও সমান ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ফর্টিজ। 

একই দিনে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১-১ গোলে ড্র করে শেখ রাসেল ক্রীড়াচক্রের সঙ্গে। রাসেলের হয়ে গিনির ফরোয়ার্ড সেকু সিল্লা গোল করেন। শেখ জামালের হয়ে সেই গোল শোধ দিয়ে ম্যাচ ড্র করেন উজবেকিস্তানের খোলমাতভ। এই ড্রয়ে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেখ জামাল। ১১ পয়েন্ট নিয়ে দুই ধাপ পেছনে সমান ম্যাচ খেলা শেখ রাসেল। 

দিনের আরেক ম্যাচে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে.মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারায় পুলিশ ফুটবল ক্লাব। জয়ী দলের হয়ে গোলটি করেন আল আমিন। ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে পুলিশ। সমান ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে অষ্টমে চট্টগ্রাম আবাহনী।

আগামীকাল বসুন্ধরা কিংস তাদের লিগের ১০০ তম ম্যাচ খেলবে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে। লিগে সর্বোচ্চবার চ্যাম্পিয়ন হওয়া ঢাকা আবাহনী খেলবে রহমতগঞ্জের বিপক্ষে।

এজেড/এইচজেএস