জাতীয় ফুটবল দলের ব্যস্ততা শেষে শুরু হয়েছে ঘরোয়া ফুটবল কার্যক্রম। ঘরোয়া ফুটবল পুনরায় শুরু হওয়ার পরপরই ছুটিতে গেছেন বাংলাদেশ ফুটবল দলের স্প্যানিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ৩০ মার্চ ঢাকা ত্যাগ করা হ্যাভিয়েরের ১৯ এপ্রিল ফেরার কথা রয়েছে। 

জাতীয় দলের সাবেক কোচ জেমি ডে বছরের বেশির ভাগ সময় নিজ দেশ ইংল্যান্ডে কাটাতেন। হ্যাভিয়ের অবশ্য নির্ধারিত ছুটির বাইরে স্পেন তেমন যান না। বছরে সব মিলিয়ে ৬০ দিনের মতো ছুটি থাকে হ্যাভিয়েরের। ২০২৪ সালে এখন পর্যন্ত অর্ধেক ছুটি কাটিয়ে ফেলছেন  হ্যাভিয়ের।

বাংলাদেশ জাতীয় ফুটবল দল মার্চ উইন্ডোতে দুটি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলেছে। পরবর্তী দুই ম্যাচ জুন উইন্ডোতে। ৫ জুন ঢাকায় কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়ায় ও ১১ জুন লেবাননের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ। যুদ্ধ বিধ্বস্ত লেবানন হোম ম্যাচ আয়োজন করবে নিরপেক্ষ ভেন্যুতে। সেই ম্যাচের ভেন্যু এখনো ঠিক হয়নি। 

জুন উইন্ডোর জন্য হ্যাভিয়ের খুব বেশি সময় পাবেন না প্রস্তুতির। ২৯ মে শেষ হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। লিগ শেষ হওয়ার পর ফুটবলারদের ২-১ দিন বিশ্রাম দিয়ে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। লিগ চলমান থাকায় খেলোয়াড়দের ইনজুরি শঙ্কাও থাকবে অনেক। 

এজেড/জেএ