রমজান মাসজুড়ে দেশের শীর্ষ তিন খেলা ফুটবল, ক্রিকেট ও হকি লিগ চলেছে। গত পরশু দিন ক্রিকেট ও গতকাল হকি লিগে ঈদের বিরতি এসেছে। ফুটবলে প্রিমিয়ার লিগে বিরতি শনিবার থেকে হলেও লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশীপ লিগ চলল ২৯ রমজান পর্যন্ত। 

দেশজুড়ে চলছে ঈদের আগমনী বার্তা। হকি, ক্রিকেট ও ফুটবলে প্রিমিয়ার লিগের ফুটবলাররা ইতোমধ্যে ছুটি পেলেও চ্যাম্পিয়নশীপ লিগের ফুটবলারদের অপেক্ষা ফুরোল আজ। চ্যাম্পিয়নশীপ লিগ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে চলছে।

তীব্র গরম ও রমজানের মধ্যে বেশ কষ্ট করেই ফুটবলাররা এই লিগ খেলল। আজ ২৯ রমজানেও ২ টি ম্যাচ ছিল। এক ম্যাচে নোফেল স্পোর্টিং ক্লাব ফকিরেরপুল ইয়ংমেন্সের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে আরেক ম্যাচে বাফুফের এলিট একাডেমি ৫-০ গোলে উত্তরা ফুটবল ক্লাবকে হারিয়েছে। 

বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লিগে ৮ দল অংশগ্রহণ করছে। দুই লেগ মিলিয়ে প্রতিটি দল ১৪ ম্যাচ খেলবে। ইতোমধ্যে ১১ রাউন্ড খেলা হয়েছে। ঈদের পর ১৫ এপ্রিল পুনরায় লিগ শুরু হবে। ২৪ এপ্রিল প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর সমাপ্ত হবে। 

এজেড/