তার ট্যাকেলেই পেনাল্টি পেয়েছিল প্যারিস সেইন্ট জার্মেইন। সমতায় থাকা ম্যাচটা সেই পেনাল্টির সুবাদেই বার্সেলোনার কাছ থেকে ছিনিয়ে নেয় পিএসজি। স্বাভাবিকভাবেই বার্সার পর্তুগিজ ডিফেন্ডার হোয়াও ক্যান্সেলোর ওপর কিছুটা ক্ষিপ্ত বার্সার সমর্থকরা। প্রায় সবারই অভিযোগ, ঘরের মাঠে পিএসজিকে আটকানোর মতো কিছুই করতে পারেননি ম্যানসিটি থেকে আগত এই ডিফেন্ডার। 

কিন্তু সেই ক্ষোভের তাড়নায় কি না ক্যান্সেলোর অনাগত সন্তানের মৃত্যুই কামনা করতে শুরু করেছেন কাতালুনিয়ান ক্লাবটির ভক্তরা। পুরো বিষয়টি গণমাধ্যমের সামনে এনেছেন ক্যান্সেলো নিজেই। মৌসুমের শেষ ‘এল ক্লাসিকো’য় আগামীকাল রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে। সেই ম্যাচের আগেই এক সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি। 

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে ইএসপিএন-এর সামনে হাজির হয়েছিলেন ক্যান্সেলো।  সেখানেই ইনস্টাগ্রামে পাওয়া হুমকির বিষয়টি জানিয়েছেন ২৯ বছর বয়সী এই পর্তুগিজ ফুলব্যাক।

বিষয়টি নিয়ে ক্যান্সেলো বলেন, ‘লোকেরা যাচ্ছেতাই লিখেছে। ইনস্টাগ্রামে এমনও মন্তব্য দেখেছি, যেখানে আমার মেয়ের মৃত্যু কামনা করা হয়েছে। অথচ ওর এখনো জন্মই হয়নি। তারা কথাগুলো আমার সামনে এসে বলতে পারবে না। কারণ, তারা জানে এতে ঝামেলা হবে। কিন্তু (সামাজিক যোগাযোগমাধ্যমে) যা মন চায়, সেটাই লিখতে পারে।’

পৃথিবীকে বেশ নিষ্ঠুর বলেও উল্লেখ করেছেন এই ফুলব্যাক ‘তারা আমার সঙ্গী, মেয়ে ও অনাগত সন্তানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছে। পৃথিবীটা বড়ই নিষ্ঠুর। আপনাকে এটার (নিষ্ঠুরতার) সঙ্গে বসবাস করতে জানতে হবে। আমি জানি কীভাবে চলতে–ফিরতে হয়। কিন্তু তাদের নিয়ে কী বলব, সেটা জানা নেই।’

সমর্থকদের পরিবার সম্পর্কে মন্তব্য থেকে দূরে থাকার আহ্বানও জানিয়েছেন ক্যান্সেলো। খারাপ পারফর্মের জেরে কেবল তারই সমালোচনা করার কথাও উল্লেখ করেন এই ফুলব্যাক ‘আপনারা আমার পারফরম্যান্সের সমালোচনা করুন। তাতে আমি কিছু মনে করব না। কিন্তু আমার পরিবার নিয়ে কিছু বলবেন না।’

জেএ