অনেক উচ্চাশা নিয়েই বার্সেলোনার কোচ হয়েছিলেন জাভি হার্নান্দেজ। নিজে ক্লাবের ইতিহাসের সেরাদের কাতারে থাকবেন। তার ফুটবল মেধা নিয়েও প্রশ্ন ছিল না কোনোকালেই। বার্সেলোনা তাদের ঘরের ছেলেকে ফিরিয়ে এনে কাটাতে চেয়েছিল দুর্দশা। জাভি একবার লিগ জিতেছেন ঠিকই। তবে বার্সাকে সোনালি দিনগুলো ফিরিয়ে দিতে পারেননি। বরং খানিকটা মলিনভাবেই বিদায় নিচ্ছেন বার্সা থেকে। 

আগেই বলে রেখেছিলেন এই মৌসুম শেষ করেই বার্সার ডাগআউটকে বিদায় জানাবেন জাভি। তার আগে সময়টা যে খুব ভাল কেটেছে তা নয়। লা লিগার রেসে অনেকটাই পিছিয়ে গিয়েছে ব্লু-গ্রানারা। কদিন আগেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে তারা পিএসজির বিপক্ষে হেরে। কোপা দেল রে শিরোপাও জেতা হয়নি। 

বার্সেলোনায় জাভি নিজের আগমনী বার্তা দিয়েছিলেন রিয়ালকে তাদেরই মাঠে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে। আজ শেষবার সেই ক্লাসিকোতেই, একই মাঠে নামতে হচ্ছে জাভিকে। এই মৌসুমে শিরোপাশুন্য থাকা বার্সা এই একটা জয় দিয়ে অন্তত মর্যাদার লড়াইটায় জিততে চাইবে।

রিয়াল মাদ্রিদ অবশ্য একেবারেই মুদ্রার ভিন্ন পিঠে অবস্থান করছে। চ্যাম্পিয়ন্স লিগে টাইব্রেকারে পেয়েছে দুর্দান্ত এক জয়। লা লিগার শিরোপায় বলতে গেলে একহাত দিয়েই রেখেছে। বার্সেলোনার সঙ্গে এরইমাঝে তাদের লিড আছে ৮ পয়েন্টের। আজ জয় পেলে লিড হবে ১১। বাকি থাকবে ৬ ম্যাচ।

স্বাভাবিকভাবেই এমন এক ম্যাচে জয়টাই প্রত্যাশা করবে কার্লো অ্যানচেলত্তির শিষ্যরা। সেক্ষেত্রে নিজেদের লা লিগা শিরোপা অনেকটাই নিশ্চিত করবে লস ব্লাঙ্কোসরা। সেক্ষেত্রে সামনে থাকা বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালেও অনেকটা নির্ভার থাকবে তারা। 

লিগে কার কী অবস্থান

লা লিগার এবারের শিরোপা নির্ধারণ অনেকটা নিশ্চিত বলা চলে। ৩১ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। দুইয়ে থাকা বার্সেলোনার পয়েন্ট সমান ম্যাচে ৭০। লিগের বাকি ৭ ম্যাচ। ৮ পয়েন্টের ব্যবধান ঘুচানো তাই অনেকটাই অসম্ভব বার্সেলোনার জন্য। তবে জয় পেলে ব্যবধান নেমে আসবে পাঁচে। সেটা নিশ্চিতভাবেই লিগটাকে খানিক জমিয়ে তুলবে। 

সাম্প্রতিক ফর্ম দুই দলেরই দারুণ। সেপ্টেম্বরে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে ৩–১ ব্যবধানে হারার পর থেকে কোনো প্রতিযোগিতায় নির্ধারিত সময়ে হারেনি অ্যানচেলত্তির দল। লিগে সবশেষ ২৫ ম্যাচের ১৯টিতেই জিতেছে তারা।

বার্সেলোনা নিজেদের সবশেষ ম্যাচে পিএসজির কাছে হারলেও লিগে টানা দশ ম্যাচে অপরাজিত আছে তারা। আছে পয়েন্ট টেবিলের দুইয়ে। 

জেএ