বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ মানেই নানা অনিয়মে ভরপুর। এবার সেই অর্থে বড় ধরনের অভিযোগ উঠেনি। আট দলের লিগে অবনমন এড়ানোর যুদ্ধ তেমন না জমলেও চ্যাম্পিয়ন-রানার্সআপ লড়াই হয়েছে শেষ রাউন্ড পর্যন্ত। 

আজ (বুধবার) কমলাপুর স্টেডিয়ামে লিগের পুরস্কার প্রদান অনুষ্ঠানে বাফুফের অন্যতম সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান এবারের আসরকে বিসিএলের সেরা আসর বলে দাবি করেন, ‘অন্য আসরগুলোর তুলনায় এবারের লিগে ভিন্নতা ছিল। বিশেষ শিরোপা নির্ধারণ হয়েছে শেষ রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা ও মানের বিচারে এবারের বিসিএল সেরা।’ 

প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর হলেও বাফুফে এই লিগের দিকে তেমন নজর দিত না। ইমরুল হাসান লিগ কমিটির চেয়ারম্যান হওয়ার পর খানিকটা নতুনত্ব এসেছে। প্রিমিয়ারের পাশাপাশি বিসিএলেও প্রতি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, মাসের সেরা রেফারিকে পুরস্কৃত করার পাশাপাশি ট্রফিতেও ভিন্নতা এসেছে।

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে চ্যাম্পিয়ন হয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্স ও রানার্সআপ ঢাকা ওয়ান্ডারার্স। বিগত সময়ে প্রিমিয়ারে উঠেও খেলেনি অনেক ক্লাব। এবার এর পুনরাবৃত্তি না হওয়ার আশা লিগ কমিটির চেয়ারম্যানের, ‘আগে প্রিমিয়ারে খেলার সুযোগ পেয়েও খেলতে অনীহা ছিল। এখন না খেললে আইন কড়াকড়ি করা হয়েছে। যে দুই দল চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়েছে তারা ঐতিহ্যবাহী দল। প্রিমিয়ারেও তারা অংশগ্রহণ করবে এই আশা করছি।’

এপ্রিল মাসে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ শেষ হলো। ১ জুন থেকে শুরু হবে প্রিমিয়ার বিভাগের দলদবদল। দুই মাসের মধ্যে প্রিমিয়ারে দল গঠন করা বিসিএলের দুই দলের জন্য অনেক কঠিন। এই বিষয়ে লিগ কমিটির চেয়ারম্যানের মন্তব্য, ‘এবার দলবদল আগেভাগে শুরু হচ্ছে সঠিক। কিন্তু বিগত সময় হতে ছয় সপ্তাহ ব্যাপী। এবার দলবদলের সময় থাকবে আড়াই মাস। ফলে তারা সময় পাবে।’

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ এবার হয়েছে আট দল নিয়ে। দুই দল প্রিমিয়ারে খেলবে, আবার দুই দল অবনমিত হয়ে প্রথম বিভাগে। টিকে যাওয়া চার দলের সঙ্গে যোগ হবে প্রিমিয়ার থেকে অবনমিত হওয়া দুই দল ও সিনিয়র ডিভিশন থেকে প্রমোশন পাওয়া দল। আটের বেশি দল বৃদ্ধি নিয়ে লিগ কমিটির চেয়ারম্যান বলেন, ‘আমাদের লক্ষ্য থাকবে দল বৃদ্ধির, কিন্তু বিসিএল খেলতে কিছু ক্রাইটেরিয়া থাকে। সেটা পূরণ করেই খেলতে হয়।’

বিসিএল মানে যেন পাতানো ম্যাচ, স্পট ফিক্সিং। এবার সেই অভিযোগ তেমন শোনা যায়নি। ঢাকা ওয়ান্ডারার্সের কোচ আবু ইউসুফ এসব অনৈতিক কাজ এড়িয়ে চলার সুখ্যাতি আছে ক্রীড়াঙ্গনে। এবারের লিগ নিয়ে তার মন্তব্য, ‘অনেক কিছুর চাপ ছিল। তবুও আমি অটল ছিলাম।’

এজেড/এএইচএস