ডিসেম্বরে বাফুফে একাডেমি চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল। সেই চ্যাম্পিয়নশিপে বাছাই করেছিল ২০০ ফুটবলারকে। বাছাইকৃত ফুটবলারদের আগামী পাঁচ দিন পরখ করে বাফুফে এলিট একাডেমিতে ঠাঁই দেবে। সেই ট্রায়াল প্রক্রিয়া শুরু হয়েছে আজ (বৃহস্পতিবার) থেকে।

দেশজুড়ে চলছে তীব্র দাবদাহ। গরমের তীব্রতা কমলাপুর স্টেডিয়ামের টার্ফে আরও বেশি। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ১৫-১৬ বছর বয়সীরা নিজেদের ফুটবল মেধা দেখানোর জন্য প্রাণান্তর চেষ্টা করছেন। হিট ওয়েভের মধ্যে ঝুঁকিপূর্ণ অবস্থায় শুরু হয়েছে ট্রায়াল কার্যক্রম।

বাফুফে একাডেমি চ্যাম্পিয়নশিপ হয়েছে ফিফার অর্থায়নে। তাই এই ট্রায়াল অনুষ্ঠানে ফিফার টেকনিক্যাল কনসালটেন্ট চকি নিমা এসেছেন। বাফুফের প্রতিভা সন্ধানে প্রশংসা করে তিনি বলেন, ‘ফুটবল প্রতিভা অন্বেষণে বাফুফের এই উদ্যোগ বেশ প্রশংসনীয়। এর মাধ্যমে ভালো মানের ফুটবলার বেরিয়ে আসবে নিশ্চয়ই।’

বাফুফে এলিট একাডেমি কমলাপুর স্টেডিয়ামে পরিচালিত হয়। এই একাডেমিতে ইতোমধ্যে একটি ব্যাচ রয়েছে। এর মধ্যে আরও ফুটবলার যোগ হলে আবাসন সংকট তৈরি হবে। এ প্রসঙ্গে ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন, ‘আমরা সেটি মানিয়ে নেওয়ার মতো ব্যবস্থা করতে পারব।’

বাফুফে একাডেমির কোচ ছিলেন ব্রিটিশ পিটার বাটলার। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন তাকে নারী দলের দায়িত্ব দিয়েছেন। নতুন টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর একাডেমি দলের কোচিং করানোর কথা ছিল। গত দুই সপ্তাহ টিটু অনুশীলন করাননি। এ ব্যাপারে ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান বলেন, ‘সে এখন থেকে অনুশীলন করাবে।’

এজেড/এএইচএস