বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে আজ ছিল দুই ম্যাচ। বসুন্ধরা কিংস অ্যারেনাতে আবাহনী লিমিটেড ১-০ গোলে শেখ রাসেলকে, অন্য ম্যাচে ফর্টিস এফসি ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে।

১৩ ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আবাহনী। ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে তারা। ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা মোহামেডান আবাহনীর চেয়ে ম্যাচ খেলেছে একটি কম। শেখ রাসেল ষষ্ঠ হারে আগের ১১ পয়েন্টে অষ্টম স্থানে অবস্থান করছে। ফর্টিস চতুর্থ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে। রহমতগঞ্জ পঞ্চম হারে আগের ১০ পয়েন্টে ১০ম স্থানেই রয়েছে।

শুক্রবার শেখ রাসেলকে হারাতে আবাহনীর অপেক্ষা করতে হয়েছে অনেক। ৭৪ মিনিটে বদলি মিডফিল্ডার রবিউল হাসানের ক্রসে ব্রুনোর হেড ক্রসবারে লেগে প্রতিহত হওয়ার পর ফিরতি শটে সামনে থেকেই  লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান। রাসেলের ডিফেন্ডার সাগর মিয়া পারেননি ক্রসবারে প্রতিহত হয়ে আসা বল ক্লিয়ার করতে। শেষ দিকে নাইমুদ্দিনের কোনাকুণি শট আটকে ব্যবধান দ্বিগুণ হতে দেননি রাসেলের গোলরক্ষক মিতুল। পরে আর সমতায় ফেরা হয়নি রাসেলের৷ 

দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে প্রথমার্ধের ২৬ মিনিটে রাশেদুল ইসলাম ফর্টিসকে এগিয়ে নেন। ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পা ওমার বাবু। পরে পেনাল্টি থেকে ৫০ মিনিটে ব্যবধান কমান ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল কোনি।

এজেড/এইচজেএস