ওয়ার্ম আপ সেশন: নেইমার-এমবাপের পিএসজি নাকি ‘দল’ ম্যানসিটি?
কোচ পেপ গার্দিওলার বড় মাথাব্যথার কারণ হবেন দুজনে/ডিএনএ
চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে আজ মুখোমুখি ম্যানচেস্টার সিটি আর পিএসজি। মুখোমুখি লড়াইয়ের ইতিহাস অতো সমৃদ্ধ নয় তবু নানা নেপথ্য লড়াই ম্যাচটাকে দারুণ এক রোমাঞ্চকর মোড়ে এনে দাঁড় করিয়েছে।
দুই দলের পটভূমিটা প্রায় মিলে যায়। মধ্যপ্রাচ্যের অর্থায়নে হঠাৎ ইউরোপীয় ফুটবলে পুনরুত্থান। শেষ এক দশকে নিজ নিজ ঘরোয়া ফুটবলে আধিপত্য বিস্তার। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে বরাবর ব্যর্থতা। পিএসজি আর ম্যানচেস্টার সিটি তাই দুটো দল হলেও গল্পটা যেন একই।
বিজ্ঞাপন
দুই কোচ পেপ গার্দিওলা আর মরিসিও পচেত্তিনোর ও ‘মিল’ আছে। কিংবদন্তি কোচ মার্সেলো বিয়েলসার প্রভাব নিজেদের ফুটবল দর্শনে দুজনেই স্বীকার করেছেন বহুবার। তবে একটা দিক থেকে দুজনে আলাদা। প্রাপ্তির খেরোখাতায় সিটি কোচ পেপ গার্দিওলা পূর্ণ হলেও, মরিসিও পচেত্তিনো যেন প্রায় রিক্ত। এই সেদিন ফরাসি কাপের শিরোপাটা না জিতলে শূন্যই বলে দেওয়া যেত।
তবে সব ছাপিয়ে দুই দলের সবচেয়ে বড় পার্থক্যটা হচ্ছে খেলার ধরণে। পিএসজির আক্রমণের শুরু আর শেষ যেন নেইমার আর এমবাপেতে জড়িয়ে আছে। চলতি আসরের শুরুর দিকে ছন্দে ছিলেন না দুজনের কেউ। তিন ম্যাচ শেষে তাই খাদের কিনারেই চলে গিয়েছিল দলটি। যেই না নেইমার ফিরলেন ছন্দে, দলও নকআউটে উঠল তরতরিয়ে। আর নকআউটে নেইমারের অনুপস্থিতিতে আলো কাড়লেন এমবাপে। করলেন ছয় গোল, তাতে বার্সা, বায়ার্নকে তুড়িতে বিদায় করে পিএসজি এল সেমিফাইনালে।
বিজ্ঞাপন
তবে সিটির অবস্থাটা ঠিক তেমন নয়। বলের দখলেই সব। কেভিন ডি ব্রুইনার মতো ‘তারকা’ অবশ্য সৃষ্টিশীল দায়িত্বে আছেন দলের। কিন্তু তার অনুপস্থিতিতে গেল ডিসেম্বর-জানুয়ারির দিকে দলের পারফরম্যান্স বলে দিচ্ছে, নেহায়েত ডি ব্রুইনা নির্ভর দল সিটি নয়। আর তাই আজ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে যখন মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হবে পিএসজি আর সিটি, অঘোষিত লড়াইটা তখন হয়ে দাঁড়াবে নেইমার-এমবাপে আর দল ম্যানচেস্টার সিটির।
পরিসংখ্যান যা বলছে
দুই দল মুখোমুখি হয়েছে এ পর্যন্ত তিনবার। পিএসজি একবারও জেতেনি, সিটি জিতেছে একবার। আর বাকি দুই ম্যাচ শেষ হয়েছে সমতায় থেকে।
তিন ম্যাচ থেকেও জয় নেই, পিএসজির এর চেয়ে বাজে ইউরোপীয় রেকর্ড আছে কেবল আর্সেনাল (৪), এসি মিলান (৪) ও জুভেন্তাসের (৮) বিপক্ষে।
তবে শেষ পাঁচ ম্যাচে বায়ার্নের বিপক্ষে একটা হার বাদ দিলে আর কোনো ম্যাচে পা হড়কায়নি কোচ মরিসিও পচেত্তিনোর দল। যা এই ম্যাচের আগে দলটিকে দেবে বাড়তি আত্মবিশ্বাস। অন্যদিকে সিটির শেষ পাঁচ ম্যাচে হার দুটো। এফএ কাপ সেমিফাইনালে হেরেছে চেলসির কাছে, আর লিগে হেরেছে লিডস ইউনাইটেডের কাছে।
তারা বলছেন
সম্ভাব্য দল
ম্যান সিটি
এডারসন,
ক্যান্সেলো, ডিয়াজ, স্টোনস, ওয়াকার,
রদ্রি, গুন্দোয়ান, ডি ব্রুইনা,
মাহরেজ, ফোডেন, বার্নার্ডো সিলভা
পিএসজি
নাভাস,
মার্কিনিয়স, কিম্বপেম্বে, ডিয়ালো, ফ্লোরেঞ্জি,
গেই, পারেদেস, ভেরাত্তি,
ডি মারিয়া, এমবাপে, নেইমার