২৯ জুন বাফুফে বার্ষিক সাধারণ সভা আয়োজন করেছিল। সেই সভায় আসন্ন নির্বাচনে নারী লিগের শীর্ষ চার দলের কাউন্সিলরশীপ নিশ্চিত হয়। বাফুফের বর্তমান কমিটির কয়েকজন কর্মকর্তার নতুন ভোট নিশ্চিত হওয়ার পরপরই নির্বাচন সংক্রান্ত নির্বাহী সভা ১৩ জুলাই শনিবার বিকেলে আহ্বান করে ফেডারেশন। 

১৩ জুলাই শনিবারের সভাতে বাফুফের নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হতো। সভার ৪৮ ঘণ্টা আগে সেই সভা স্থগিত হয়েছে। আজ সকালে নির্বাহী কমিটির সদস্যদের খুদে বার্তার মাধ্যমে বাফুফে সচিবালয় শনিবারের সভা স্থগিতের বিষয়টি জানায়।

সভা বাতিলের কারণ আনুষ্ঠানিকভাবে না জানলেও অনেকের ধারণা, ১৩ জুলাই শনিবার বিকেলে ব্যাংকার্স এসোসিয়েশনের বিকেলে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল রয়েছে। সেই ফাইনালে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন উপস্থিত হতে পারেন এ জন্যই সভা স্থগিত।

১৩ জুলাই শনিবার স্থগিত হলেও ওই সপ্তাহে সভা আয়োজনের সম্ভাবনা বেশি। ১৭ জুলাই আশুরা উপলক্ষে সরকারি ছুটি। নির্বাচন এগিয়ে এনে সেপ্টেম্বরের মাঝামাঝি/শেষ সপ্তাহে আনতে বাফুফের ২-৩ কর্মকর্তা বেশ উৎসাহী। বাকিরা অবশ্য ৩ অক্টোবর মেয়াদ পুরণের আগে নির্বাচনে আগ্রহী নন। কোন পক্ষ জয়ী হন সেটাই দেখার বিষয়। 

এজেড/