জামালদের জন্য নিয়ম পাল্টাবে কাতার
করোনাকালীন সময়ে আন্তর্জাতিক খেলা মানেই প্রথম ইস্যু কোয়ারেন্টাইন। এই জটিলতার কারণে অনেক টুর্নামেন্ট বাতিল, স্থগিত হচ্ছে আবার অনেক দল টুর্নামেন্ট থেকে নিজেদের নামও প্রত্যাহার করছে।
কাতারে আসন্ন বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে কোয়ারেন্টাইন লাগছে না। বাংলাদেশ, ভারত থেকে কেউ কাতারে গেলে ১০ দিনের বাধ্যতামূলক হোটেলবন্দি জীবন। ফুটবলারদের জন্য এই নিয়মের পরিবর্তন হচ্ছে। বাংলাদেশ ও ভারতের ফুটবলাররা করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে রওনা হবেন। কাতারে পৌঁছানোর পর বিমানবন্দরে আবার পরীক্ষা হবে। পরীক্ষা নমুনা দিয়ে হোটেলে প্রবেশ করবেন ফুটবলাররা। রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত তারা রুমের বাইরেই বের হতে পারবেন না। নেগেটিভ রিপোর্ট পাওয়ার পরপরই হোটেলের নির্দিষ্ট তলা ও অনুশীলন মাঠে যাতায়াত করতে পারবেন ফুটবলার ও কোচিং স্টাফরা।
বিজ্ঞাপন
কাতারে কয়েক দফা পরীক্ষা করানো হবে ফুটবলার ও কোচিং স্টাফকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এ তথ্য নিশ্চিত করেছে।
ভারতে করোনা পরিস্থিতি বিশ্বের মধ্যে সবচেয়ে নাজুক। ভারতে ক্যাম্প করা সম্ভব না। তাই তারা আগেই ১৯ মে কাতার যাবে। বাংলাদেশ ফুটবল দল যাবে ২১ বা ২২ মে। বাংলাদেশ কাতার ফুটবল ফেডারেশনের কাছে ২টি অনুশীলন ম্যাচ খেলার অনুরোধ জানিয়েছে। জৈব সুরক্ষা বলয় ঠিক রেখে কিভাবে অনুশীলন ম্যাচের আয়োজন করে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন সেটাই দেখার বিষয়।
বিজ্ঞাপন
এজেড/এটি