কন্ট্রোভার্সি হোক, সেটা হোক পজিটিভ : সাবিনা
গোলাম রব্বানী ছোটন বাংলাদেশ দলের কোচ নেই প্রায় বছর দেড়েক। এরপরও সাবিনা-কৃষ্ণাদের মন থেকে মুছে যাননি ছোটন। নারীদের সাফ চ্যাম্পিয়নশিপে গতকাল (বুধবার) ভারত ম্যাচের আগেও তার পরামর্শ নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন।
আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ দলের অনুশীলন ছিল না। কাঠমান্ডুর টিম হোটেলে বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন দেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। সেই আলাপে তিনি কোচ ছোটনের প্রসঙ্গে বলেন, ‘পারসোনালি আমি প্রায় প্রতি ম্যাচের আগে ছোটন স্যারের সঙ্গে কথা বলি। ১৪ বছরের সম্পর্ক। আমি মনে করি, সে আমার নিজের চেয়েও আমাকে ভালো জানে। স্যার ভারত ম্যাচের আগে বলছিলেন, ‘‘তোমরা হার, ড্র ও জিতলেও সেমিফাইনালে যাবা। যদি তোমরা জিতো, তাহলে ফাইনাল খেলার আরেকটি সুযোগ থাকবে।’’
বিজ্ঞাপন
সাবিনা ছোটনের সেই বার্তাই তার সতীর্থদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। যদিও খানিকটা পেশাদারিত্বের মোড়কে সাবেক কোচের নাম নেননি, ‘আমি স্যারের মেসেজটি সবাইকে বলেছি। তবে বলিনি যে স্যার বলেছে, এমনিতেই অনেক কন্ট্রোভার্সি চলছে।’
বিজ্ঞাপন
ছোটন-সাবিনার বার্তায় বাংলাদেশ উজ্জ্বীবিত হয়েছে। তবে পেশাদারিত্বের যুক্তিতে এটা খুব বেশি গ্রহণযোগ্য নয়। প্রতি ম্যাচের আগে সাবেক কোচের পরামর্শ নেওয়া খুব ভালো চর্চা নয়। যদিও বাংলাদেশে এটা অহরহ–ই ঘটে। বিশ্বকাপ চলমান অবস্থায় সাকিব আল হাসান দেশে চলে আসেন তার গুরু নাজমুল আবেদীন ফাহিমের দীক্ষা নিতে।
নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ দলে সিনিয়র-জুনিয়র বিভেদ চলছে। জাতীয় দলের নতুন ব্রিটিশ কোচ পিটার বাটলার সিনিয়রদের তেমন হিসেবে রাখেন না, জুনিয়রদের প্রাধান্য দেন বলে অভিযোগ রয়েছে। কোচের দৃষ্টিভঙ্গি নিয়ে কিছু না বললেও নিজেদের মধ্যে এমন বিভেদ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক, ‘আমাদের জুনিয়রদের সঙ্গে অনেক ভালো সম্পর্ক। ছুটি শেষে বাড়ি থেকে ক্যাম্পে ফেরার সময় সিনিয়ররা জুনিয়রদের জন্য খাবার আনে। আবার বাইরে খেতে গেলেও জুনিয়রদের সঙ্গে নেয়। আমাদের সিনিয়র-জুনিয়র সম্পর্ক আপনাদের ধারণারও বাইরে। টুর্নামেন্ট শেষ হলে আপনারা জুনিয়রদের আলাদাভাবে জিজ্ঞেস করতে পারেন। অনেকের সঙ্গেই আপনাদেরও ভালো সম্পর্ক।’
আরও পড়ুন
অধিনায়ক সিনিয়র-জুনিয়র সুসম্পর্ক দাবি করলেও বাটলার আসার পর সিনিয়ররা কম খেলার সুযোগ পাচ্ছেন। এ নিয়ে অসন্তোষ রয়েছেই। মনিকা চাকমার মিডিয়ায় বক্তব্যের পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা ও বির্তক শুরু হয়েছে। বিতর্ক নিয়ে অধিনায়কের বক্তব্য, ‘বিতর্ক হোক, সেটা পজিটিভ হোক। আমি অনেক বিতর্ক নিতে পারব, জুনিয়ররা পারবে না। তারা দুঃখ পাবে। তর্ক-বিতর্ক থাকবে। তর্ক-বিতর্ক থাকলে নিজের দুর্বলতা জানা যায়। নিজেদের সেরাটা দেওয়ার তাগিদ হয়। মেয়েরা সেটাই করেছে।’
পাকিস্তান ম্যাচে একাদশে ছিলেন না অভিজ্ঞ মারিয়া মান্দা ও মাসুরা পারভিন। ভারত ম্যাচে থাকায় ইতিবাচক হয়েছে বলে মনে করেন সাবিনা, ‘মারিয়া-মনিকার সঙ্গে আমার রসায়ন খুব ভালো। যেটা ম্যাচে কাজে দেয়। মাসুরা ডিফেন্সের মধ্যমণি।’ ভারত ম্যাচে জয়ের নায়ক তহুরা খাতুনের প্রশংসা করে অধিনায়ক বলেন, ‘ওর স্কোরিং ক্ষমতা ভালো। থাইল্যান্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষেও গোল করার রেকর্ড আছে। কালকের দ্বিতীয় গোলটি তো দারুণ ভলিতে করল।’
এজেড/এএইচএস