বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্যতম সমস্যা স্কোরিং। অনেক আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ হেরে যায় ও পয়েন্ট হাতছাড়া শুধু গোলের অভাবে। কাতারে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের সফরের আগে স্কোরিং নিয়ে কাজ শুরু করেছেন জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমি ডে। 

আজ শনিবার অনুশীলন শেষে জাতীয় দলে ডাক পাওয়া নতুন ফরোয়ার্ড মোহাম্মদ জুয়েল বলেন, ‘আজ মূলত স্কোরিং নিয়ে কাজ হয়েছে। আজকের সেশনে ফরোয়ার্ডরা ভালোই গোল করেছে। আমি, সুফিল সহ অনেকেই গোল করেছি।’ আধুনিক ফুটবলে অধিকাংশ গোলের ভিত রচিত হয় উইং থেকে। উইঙ্গার ও স্ট্রাইকারদের মধ্যে ভালো বোঝাপড়া প্রয়োজন গোলের জন্য। এ নিয়ে কাজ শুরু করেছেন জেমি, ‘আমাদের উইঙ্গার ও স্ট্রাইকারদের মধ্যে সমন্বয় ভালো। আজ অনুশীলনে ক্রস থেকে বল কানেক্টেড হয়েছে অনেক। ক্রসের পাশাপাশি প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে গোলের চেষ্টার অনুশীলনও হয়েছে।’ 

প্রতি সফরের আগেই কোচ অনুশীলন করান। ম্যাচে সুযোগও মেলে। কিন্তু বাংলাদেশের ফরোয়ার্ডরা গোল করতে পারেন না। সদ্য সমাপ্ত নেপাল সফরে বাংলাদেশ তিন ম্যাচে গোল করেছে মাত্র একটি। সেটাও আবার আত্মঘাতী। নতুন ফরোয়ার্ড জুয়েল জাতীয় দলের হয়ে গোল করতে চান, ‘আমি যখনই সুযোগ পাব জাতীয় দলে। প্রথম ম্যাচেই গোল করতে চাই।’  

জাতীয় দলের পরীক্ষিত ডিফেন্ডার তপু বর্মণ। ইনজুরির জন্য বাইরে ছিলেন কিছু দিন। জাতীয় দলে ফিরে খানিকটা স্বস্তি এই ডিফেন্ডারের, ‘আমি এখন ফিট। দলের সবার সাথে সমান অনুশীলন করছি। আশা করি কাতারে দেশকে ভালো কিছু উপহার দিতে পারব।’ 

এজেড/এটি